টিভি উপস্থাপকের ওপর ফেটে পড়লেন বেরলুসকোনি
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর যৌনজীবন নিয়ে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক ও অতিথির ওপর দারুণ চটেছেন। অনুষ্ঠান চলাকালে তিনি সরাসরি ফোন করে তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বেসরকারি টিভি চ্যানেল লা সেভেন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থাপকের দায়িত্ব পালন করেন গাদ লার্নার। আলোচক হিসেবে ছিলেন ক্ষমতাসীন দল পিপল অব ফ্রিডম পার্টির এমপি ইভা জানিচি।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালককে ফোন করেন বেরলুসকোনি। তিনি বলেন, ‘আপনি যা সম্প্রচার করছেন তা মিথ্যা। এটা কখনোই সত্য বা বাস্তব হতে পারে না। আমি জানি যে আমি কী বলছি, কিন্তু আপনি তা জানেন না।’
বেরলুসকোনি এরপর তাঁর সাবেক দন্ত চিকিৎসক মিনেত্তির প্রসঙ্গ টেনে বলেন, ‘তিনি একজন বুদ্ধিমতী নারী। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আপনার অতিথি থেকে তিনি অনেকটা আলাদা।’
এ সময় লার্নার বেরলুসকোনিকে থামিয়ে দেন এবং তাঁকে ‘ভাঁড়’ বলে অভিহিত করে বলেন, ‘যথেষ্ট হয়েছে। আর অপমান নয়। আপনি যদি এতই আত্মবিশ্বাসী হন, তাহলে কৌঁসুলিদের সঙ্গে কথা বলছেন না কেন?’
জবাবে বেরলুসকোনি বলেন, ‘আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলার তাঁদের (কৌঁসুলি) কোনো আইনগত অধিকার নেই। তা ছাড়া আমি কোনো ভুল করিনি।’
এরপর বেরলুসকোনি অনুষ্ঠানের অতিথি ইভা জানিচিকে চলে যেতে বলেন। তাঁকে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে আর অংশ না নেওয়ার আহ্বান জানান। কিন্তু জানিচি প্রধানমন্ত্রীর অনুরোধ নাকচ করে দেন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকেন।
বেসরকারি টিভি চ্যানেল লা সেভেন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থাপকের দায়িত্ব পালন করেন গাদ লার্নার। আলোচক হিসেবে ছিলেন ক্ষমতাসীন দল পিপল অব ফ্রিডম পার্টির এমপি ইভা জানিচি।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালককে ফোন করেন বেরলুসকোনি। তিনি বলেন, ‘আপনি যা সম্প্রচার করছেন তা মিথ্যা। এটা কখনোই সত্য বা বাস্তব হতে পারে না। আমি জানি যে আমি কী বলছি, কিন্তু আপনি তা জানেন না।’
বেরলুসকোনি এরপর তাঁর সাবেক দন্ত চিকিৎসক মিনেত্তির প্রসঙ্গ টেনে বলেন, ‘তিনি একজন বুদ্ধিমতী নারী। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আপনার অতিথি থেকে তিনি অনেকটা আলাদা।’
এ সময় লার্নার বেরলুসকোনিকে থামিয়ে দেন এবং তাঁকে ‘ভাঁড়’ বলে অভিহিত করে বলেন, ‘যথেষ্ট হয়েছে। আর অপমান নয়। আপনি যদি এতই আত্মবিশ্বাসী হন, তাহলে কৌঁসুলিদের সঙ্গে কথা বলছেন না কেন?’
জবাবে বেরলুসকোনি বলেন, ‘আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলার তাঁদের (কৌঁসুলি) কোনো আইনগত অধিকার নেই। তা ছাড়া আমি কোনো ভুল করিনি।’
এরপর বেরলুসকোনি অনুষ্ঠানের অতিথি ইভা জানিচিকে চলে যেতে বলেন। তাঁকে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে আর অংশ না নেওয়ার আহ্বান জানান। কিন্তু জানিচি প্রধানমন্ত্রীর অনুরোধ নাকচ করে দেন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকেন।
No comments