ইন্দোনেশিয়ায় এক মানব পাচারকারী গ্রেপ্তার
ইন্দোনেশিয়ায় এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে একটি জাহাজডুবির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় ৫০ জন আশ্রয়প্রার্থীর মৃত্যু হয়।
গতকাল বুধবার এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি খুবই ধূর্ত পাচারকারী। ধারণা করা হচ্ছে, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়ার পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ওই ব্যক্তি জাহাজে করে অস্ট্রেলিয়ার ক্রিসমাস এবং অ্যাসমোর দ্বীপে ইরান এবং আফগানিস্তান থেকে অবৈধ অভিবাসী পাঠাতেন।
গত মঙ্গলবার রাজধানী জাকার্তার একটি অ্যাপার্টমেন্ট থেকে বেশ কিছু ক্রেডিট কার্ড, ছয়টি মুঠোফোনসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি খুবই ধূর্ত পাচারকারী। ধারণা করা হচ্ছে, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়ার পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ওই ব্যক্তি জাহাজে করে অস্ট্রেলিয়ার ক্রিসমাস এবং অ্যাসমোর দ্বীপে ইরান এবং আফগানিস্তান থেকে অবৈধ অভিবাসী পাঠাতেন।
গত মঙ্গলবার রাজধানী জাকার্তার একটি অ্যাপার্টমেন্ট থেকে বেশ কিছু ক্রেডিট কার্ড, ছয়টি মুঠোফোনসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
No comments