সেমিতে মাজেম্বেকে পেল ইন্টারন্যাসিওনাল
মেক্সিকো তো বটেই, ক্লাব বিশ্বকাপেও পরিচিত নাম পাচুকা। শক্তি-সামর্থ্যে কঙ্গোর টিপি মাজেম্বের চেয়ে এগিয়ে মেক্সিকোর এই ক্লাবটি। কিন্তু পরশু এই মাজেম্বের কাছেই হেরে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে পাচুকাকে। শেষ ৯ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া মাজেম্বে পাচুকাকে ১-০ গোলে হারিয়েছে মেনজা বেদির গোলে।
মেক্সিকো-বাধা পেরোনো কঙ্গোর দলটির সামনে এখন ব্রাজিলিয়ান বাধা। সেমিফাইনালে আগামী পরশু তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনাল। শিরোপার অন্যতম দাবিদার ইন্টারন্যাসিওনালের শক্তি সম্পর্কে মাজেম্বের সেনেগালিজ কোচ লামিনে এন’দিয়ায়ে ভালোই জানেন। পাচুকার সঙ্গে ইন্টারন্যাসিওনালের তুলনা করে তিনি বলেছেন, ‘এরা পাচুকার চেয়ে এগিয়ে। তবে আমরাও ধাপে ধাপে এগোচ্ছি।’
মাজেম্বের কাছে হেরে যাওয়া পাচুকা এখন লড়বে পঞ্চম স্থানের জন্য। তাদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে শিরোপার দাবি নিয়ে এসে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো বলে ভীষণ হতাশ পাচুকার আর্জেন্টাইন কোচ পাবলো মারিনি, ‘এটা অবশ্যই একটা দুর্ঘটনা। আমরা মাজেম্বের সামর্থ্য জানতাম। তবে হেরে যাব, এটা কখনোই ভাবিনি।’
মেক্সিকো-বাধা পেরোনো কঙ্গোর দলটির সামনে এখন ব্রাজিলিয়ান বাধা। সেমিফাইনালে আগামী পরশু তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনাল। শিরোপার অন্যতম দাবিদার ইন্টারন্যাসিওনালের শক্তি সম্পর্কে মাজেম্বের সেনেগালিজ কোচ লামিনে এন’দিয়ায়ে ভালোই জানেন। পাচুকার সঙ্গে ইন্টারন্যাসিওনালের তুলনা করে তিনি বলেছেন, ‘এরা পাচুকার চেয়ে এগিয়ে। তবে আমরাও ধাপে ধাপে এগোচ্ছি।’
মাজেম্বের কাছে হেরে যাওয়া পাচুকা এখন লড়বে পঞ্চম স্থানের জন্য। তাদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে শিরোপার দাবি নিয়ে এসে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো বলে ভীষণ হতাশ পাচুকার আর্জেন্টাইন কোচ পাবলো মারিনি, ‘এটা অবশ্যই একটা দুর্ঘটনা। আমরা মাজেম্বের সামর্থ্য জানতাম। তবে হেরে যাব, এটা কখনোই ভাবিনি।’
No comments