ম্যান সিটি ছাড়তে চান তেভেজ
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুম শুরুর সময়ই ম্যানচেস্টার সিটি তাদের শিরোপা প্রত্যাশার কথা ঘোষণা করেছিল। বিপুল পরিমাণ অর্থ খরচ করে তারা দলে ভিড়িয়েছে মারিও বোলাত্তি, ইয়া তোরে ও জেরোম বোয়েটাংয়ের মতো তারকা খেলোয়াড়দের। লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। কিন্তু এই সুসময়েই ম্যান সিটিকে বড় ধরনের ধাক্কা দিয়েছেন আর্জেন্টাইন প্লে-মেকার কার্লোস তেভেজ। ইংল্যান্ডের একটি সংবাদপত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জানুয়ারি মাসে অর্ধ-বাষিক দল বদলের মৌসুমেই তিনি নাকি অন্য কোথাও পাড়ি জমানোর ইচ্ছা পোষণ করেছেন। অবশ্য ক্লাব কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তেভেজ। এরপর দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই হাতে উঠিয়েছেন অধিনায়কত্বের বাহুবন্ধনী। ম্যান সিটির জার্সি গায়ে ৫০ ম্যাচে করেছেন ৩৩ গোল। কিন্তু এখানে যে তিনি খুব একটা নেই, সেই ইঙ্গিত অনেকবারই দিয়েছেন তেভেজ। এর আগেও দক্ষিণ আমেরিকার কোনো ক্লাবে ফিরে যাওয়ার কথা বেশ কয়েকবারই শোনা গেছে গৃহকাতর তেভেজের মুখে। এখন আবার নতুন করে তেভেজের ম্যান সিটি ছাড়ার খবরে নিশ্চয়ই নড়ে চড়ে বসবে ইউরোপের বড় বড় ক্লাবগুলো।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তেভেজ। এরপর দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই হাতে উঠিয়েছেন অধিনায়কত্বের বাহুবন্ধনী। ম্যান সিটির জার্সি গায়ে ৫০ ম্যাচে করেছেন ৩৩ গোল। কিন্তু এখানে যে তিনি খুব একটা নেই, সেই ইঙ্গিত অনেকবারই দিয়েছেন তেভেজ। এর আগেও দক্ষিণ আমেরিকার কোনো ক্লাবে ফিরে যাওয়ার কথা বেশ কয়েকবারই শোনা গেছে গৃহকাতর তেভেজের মুখে। এখন আবার নতুন করে তেভেজের ম্যান সিটি ছাড়ার খবরে নিশ্চয়ই নড়ে চড়ে বসবে ইউরোপের বড় বড় ক্লাবগুলো।
No comments