বন্যার্তদের জন্য এবার কার্যালয় ছেড়ে তাঁবুতে উঠছেন শাভেজ
বন্যায় আশ্রয়হীন হয়ে পড়া লোকজনের জন্য প্রাসাদের পর এবার নিজের কার্যালয় ছেড়ে দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। সে দেশের রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদের বাগানে তাঁবু টানিয়ে আপাতত সেখানেই উঠবেন শাভেজ। সেখান থেকেই তিনি শাসনকাজ পরিচালনা করবেন। তাঁর কার্যালয়ে আশ্রয় দেওয়া হবে বন্যাদুর্গত ৮০টি পরিবারকে।
গত শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় কার্যালয় ছেড়ে দেওয়ার এ ঘোষণা দেন শাভেজ।
লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি গত বছর ভেনেজুয়েলা সফরের সময় শাভেজকে বেদুইনদের একটি তাঁবু উপহার দেন। ওই তাঁবুতেই থাকবেন শাভেজ। প্রসঙ্গত, গাদ্দাফি কোনো দেশে সফরে গেলে সেখানে এ ধরনের তাঁবু পেতে থাকেন।
শাভেজ বলেন, ‘আমাকে উপহার দেওয়া তাঁবু প্রাসাদের বাগানে টানানো হবে। আমি আপাতত সেখানেই উঠব। আর আমার কার্যালয়ে বন্যার্তদের থাকার ব্যবস্থা করা হবে।’
প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ভেনেজুয়েলা এখন বিপর্যস্ত। গত এক দশকের মধ্যে সে দেশে এটা সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যায় ও ভূমিধসে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া আশ্রয়হীন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। বন্যায় উদ্বাস্তু মানুষদের জন্য গত নভেম্বর মাসে নিজের প্রাসাদ ছেড়ে দেন তিনি। সেখানে ২৫টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।
গত শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় কার্যালয় ছেড়ে দেওয়ার এ ঘোষণা দেন শাভেজ।
লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি গত বছর ভেনেজুয়েলা সফরের সময় শাভেজকে বেদুইনদের একটি তাঁবু উপহার দেন। ওই তাঁবুতেই থাকবেন শাভেজ। প্রসঙ্গত, গাদ্দাফি কোনো দেশে সফরে গেলে সেখানে এ ধরনের তাঁবু পেতে থাকেন।
শাভেজ বলেন, ‘আমাকে উপহার দেওয়া তাঁবু প্রাসাদের বাগানে টানানো হবে। আমি আপাতত সেখানেই উঠব। আর আমার কার্যালয়ে বন্যার্তদের থাকার ব্যবস্থা করা হবে।’
প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ভেনেজুয়েলা এখন বিপর্যস্ত। গত এক দশকের মধ্যে সে দেশে এটা সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যায় ও ভূমিধসে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া আশ্রয়হীন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। বন্যায় উদ্বাস্তু মানুষদের জন্য গত নভেম্বর মাসে নিজের প্রাসাদ ছেড়ে দেন তিনি। সেখানে ২৫টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।
No comments