তুরস্কের তিন সামরিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আধুনিক তুরস্কের ইতিহাসে কোনো বেসামরিক সরকার কর্তৃক শীর্ষপর্যায়ের সামরিক কর্মকর্তাদের বরখাস্তের এমন ঘটনা এটাই প্রথম। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন জেনারেল এবং একজন অ্যাডমিরাল পদমর্যাদার।
২০০২ সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তুরস্কের ক্ষমতা নেওয়ার পরই ওই অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করা হয়। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে প্রায় ২০০ জন সন্দেহভাজন সেনাসদস্যকে আগামী মাসে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। ওই আদালতে বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তারও বিচার করা হবে।
আধুনিক তুরস্কের ইতিহাসে কোনো বেসামরিক সরকার কর্তৃক শীর্ষপর্যায়ের সামরিক কর্মকর্তাদের বরখাস্তের এমন ঘটনা এটাই প্রথম। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন জেনারেল এবং একজন অ্যাডমিরাল পদমর্যাদার।
২০০২ সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তুরস্কের ক্ষমতা নেওয়ার পরই ওই অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করা হয়। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে প্রায় ২০০ জন সন্দেহভাজন সেনাসদস্যকে আগামী মাসে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। ওই আদালতে বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তারও বিচার করা হবে।
No comments