এক সপ্তাহে সূচক বেড়েছে ৫৩৩ পয়েন্ট
সপ্তাহ জুড়ে চাঙাভাব দেখা গেছে ঢাকার শেয়ারবাজারে। সপ্তাহের পাঁচ কর্মদিবসের চার দিনই চাঙা ছিল শেয়ারবাজার। পাঁচ দিনের মধ্যে চার দিনই সাধারণ সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত থাকে। তবে এক দিন শেয়ারবাজারে সূচকের নিম্নগতি দেখা গেছে। আর্থিক লেনদেন, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন সবই বেড়েছে গত সপ্তাহে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক ছয় দশমিক ৫২ শতাংশ বা প্রায় ৫৩৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৮১৮৭ দশমিক ৩৩ পয়েন্ট। যা সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮৭২১ দশমিক শূন্য নয় পয়েন্টে। একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ১২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে প্রতিদিন দুই হাজার ৭৭৩ কোটি টাকা করে হয়েছে।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৪৫ হাজার ২২৭ কোটি টাকা। যা সপ্তাহ শেষে পাঁচ দশমিক ৩১ শতাংশ বেড়ে তিন লাখ ৬৩ হাজার ৫৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এ ছাড়া বেশির ভাগ শেয়ারেরই দাম বেড়েছে গত সপ্তাহে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, এনসিসি ব্যাংক, ইউসিবিএল, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, তিতাস গ্যাস, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও এনবিএল।
সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—দুলামিয়া কটন, দেশ গার্মেন্টস, সিএমসি কামাল, সোনালী আঁশ, এমবি সিমেন্ট, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাইসেলস ও রহিম টেক্সটাইল।
সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—অ্যাটলাস বাংলাদেশ, উত্তরা ফিন্যান্স, ডেসকো, আফতাব অটোমোবাইল, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, কেপিসিএল, ম্যাকসনস স্পিনিং মিলস, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও রেনাটা লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক ছয় দশমিক ৫২ শতাংশ বা প্রায় ৫৩৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৮১৮৭ দশমিক ৩৩ পয়েন্ট। যা সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮৭২১ দশমিক শূন্য নয় পয়েন্টে। একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ১২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে প্রতিদিন দুই হাজার ৭৭৩ কোটি টাকা করে হয়েছে।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৪৫ হাজার ২২৭ কোটি টাকা। যা সপ্তাহ শেষে পাঁচ দশমিক ৩১ শতাংশ বেড়ে তিন লাখ ৬৩ হাজার ৫৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এ ছাড়া বেশির ভাগ শেয়ারেরই দাম বেড়েছে গত সপ্তাহে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, এনসিসি ব্যাংক, ইউসিবিএল, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, তিতাস গ্যাস, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও এনবিএল।
সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—দুলামিয়া কটন, দেশ গার্মেন্টস, সিএমসি কামাল, সোনালী আঁশ, এমবি সিমেন্ট, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাইসেলস ও রহিম টেক্সটাইল।
সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—অ্যাটলাস বাংলাদেশ, উত্তরা ফিন্যান্স, ডেসকো, আফতাব অটোমোবাইল, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, কেপিসিএল, ম্যাকসনস স্পিনিং মিলস, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও রেনাটা লিমিটেড।
No comments