ক্লোন করা গবাদি পশুর মাংস ও দুধ সম্পূর্ণ নিরাপদ
ব্রিটেনের খাদ্য বিশেষজ্ঞরা বলেছেন, ক্লোন করা গবাদিপশুর মাংস ও দুধ সাধারণ গবাদিপশুর মাংস ও দুধের মতোই নিরাপদ ও স্বাস্থ্যকর। সাধারণ ও ক্লোন করা পশুর মাংস ও দুধের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই। ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির (এফএসএ) বিশেষজ্ঞদের একটি প্যানেল এই ঘোষণা দিয়েছে।
গবেষণা দলের প্রধান অ্যান্ড্রু ওয়েজ বলেছেন, সাধারণ গরু-মোষ ও ক্লোন করা গরু-মোষের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, তাঁরা গবেষণা করে দেখেছেন, ক্লোন করা গবাদিপশুর মাংস ও দুধে কোনো ক্ষতিকর পদার্থের অস্তিত্ব পাননি। সুতরাং নিশ্চিন্তে এসব মাংস ও দুধ খাওয়া যেতে পারে।
অ্যান্ড্রু ওয়েজের এই বক্তব্যে ব্রিটেনের দোকানগুলোতে ক্লোন করা পশুর দুধ ও মাংস বিক্রি বৈধতা পাচ্ছে।
গবেষণা দলের প্রধান অ্যান্ড্রু ওয়েজ বলেছেন, সাধারণ গরু-মোষ ও ক্লোন করা গরু-মোষের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, তাঁরা গবেষণা করে দেখেছেন, ক্লোন করা গবাদিপশুর মাংস ও দুধে কোনো ক্ষতিকর পদার্থের অস্তিত্ব পাননি। সুতরাং নিশ্চিন্তে এসব মাংস ও দুধ খাওয়া যেতে পারে।
অ্যান্ড্রু ওয়েজের এই বক্তব্যে ব্রিটেনের দোকানগুলোতে ক্লোন করা পশুর দুধ ও মাংস বিক্রি বৈধতা পাচ্ছে।
No comments