স্তালিন কাতিন গণহত্যার নির্দেশ দিয়েছিলেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার পশ্চিমাঞ্চলে কাতিন অরণ্যে পোল্যান্ডের দুই হাজারেরও বেশি কর্মকর্তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্তালিন। গতকাল শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করা হয়।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা সোভিয়েত আমলের গোপন দলিল প্রকাশের পক্ষে প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ইতিহাসকে অস্বীকার করার দিন ফুরিয়েছে। সোভিয়েত প্রচারণার দিন গিয়েছে। পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্যরা এ প্রস্তাব পাসের বিরোধিতা করেন। তাঁদের দাবি, ওই হত্যাযজ্ঞ নাৎসি বাহিনী চালিয়েছিল।
রুশ পার্লামেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক খবরে বলা হয়েছে, কাতিন গণহত্যার ওই সব দলিল এত দিন আর্কাইভে রাখা ছিল। সেগুলো সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে, যাতে ১৯৪০ সালের ওই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য সবাই জানতে পারে। ওই গণহত্যা চালাতে স্তালিন সরাসরি নির্দেশ দিয়েছিলেন।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা সোভিয়েত আমলের গোপন দলিল প্রকাশের পক্ষে প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ইতিহাসকে অস্বীকার করার দিন ফুরিয়েছে। সোভিয়েত প্রচারণার দিন গিয়েছে। পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্যরা এ প্রস্তাব পাসের বিরোধিতা করেন। তাঁদের দাবি, ওই হত্যাযজ্ঞ নাৎসি বাহিনী চালিয়েছিল।
রুশ পার্লামেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক খবরে বলা হয়েছে, কাতিন গণহত্যার ওই সব দলিল এত দিন আর্কাইভে রাখা ছিল। সেগুলো সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে, যাতে ১৯৪০ সালের ওই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য সবাই জানতে পারে। ওই গণহত্যা চালাতে স্তালিন সরাসরি নির্দেশ দিয়েছিলেন।
No comments