রিয়ালে ফিরছেন স্নাইডার
রিয়াল মাদ্রিদে তাঁর দুই বছর সময়টা ভালো কাটেনি মোটেও। কিন্তু ইন্টার মিলানে গিয়ে হোসে মরিনহোর শিষ্যত্ব নিয়ে ওয়েসলি স্নাইডার যেন নতুন করে আবিষ্কার করেন নিজেকে। সেই দুর্দান্ত ফর্মের ঝলক ছিল গত বিশ্বকাপেও। মরিনহো ঠিকানা পাল্টে রিয়ালে এসেছেন। শোনা যাচ্ছে, এই ডাচ মিডফিল্ডারও নাকি ফিরছেন পুরোনো ডেরায়। ইন্টার মিলানের সঙ্গে তাঁর নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পরই গুঞ্জন উঠেছে, মরিনহোর ডাকে সাড়া দিয়ে রিয়ালে ফিরছেন স্নাইডার।
গুঞ্জন নয়, ইন্টারকে গত মৌসুমে ট্রেবল জেতানো এই ফুটবলারের এজেন্ট প্রকাশ্যেই বলছেন, ‘হ্যাঁ, চুক্তির ব্যাপারে আমরা মতৈক্যে পৌঁছাতে পারি। আলোচনা আপাতত বন্ধ হয়ে গেছে। সেটা তখনই শুরু হবে যদি ইন্টার নিজে থেকে এগিয়ে আসে। ওয়েসলির ব্যাপারে ইউরোপের অনেক খেলোয়াড়ই আগ্রহ দেখিয়েছে। ও অবশ্য ইন্টারে থাকতেই চেয়েছিল। মাত্র একটা মৌসুম এখানে কাটিয়ে দল পাল্টানোতে ওর সায় ছিল না।’
ওই মুখপাত্রের দাবি, পরিস্থিতি পাল্টে গেছে ইন্টার প্রতিশ্রুতি না রাখায়, ‘ক্লাবের সভাপতি মাসিমো মোরাত্তি ওকে নিয়ে অনেক বড় বড় কথাই বলেছেন। আগামী দিনগুলোয় ওয়েসলিই দলের নেতা হবে—এমনটাও বলা হয়েছে। এখানে দারুণ বেতন, বড় অঙ্কের ট্রান্সফার ফি পাওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনক হলো, এই প্রতিশ্রুতিগুলো রাখা হয়নি। ইন্টারের ভাবভঙ্গিতে ওয়েসলি বিব্রত। রিয়াল মাদ্রিদের আগ্রহ থাকায় এখানে সে আরও বেশি অস্বস্তি অনুভব করছে।’
গুঞ্জন নয়, ইন্টারকে গত মৌসুমে ট্রেবল জেতানো এই ফুটবলারের এজেন্ট প্রকাশ্যেই বলছেন, ‘হ্যাঁ, চুক্তির ব্যাপারে আমরা মতৈক্যে পৌঁছাতে পারি। আলোচনা আপাতত বন্ধ হয়ে গেছে। সেটা তখনই শুরু হবে যদি ইন্টার নিজে থেকে এগিয়ে আসে। ওয়েসলির ব্যাপারে ইউরোপের অনেক খেলোয়াড়ই আগ্রহ দেখিয়েছে। ও অবশ্য ইন্টারে থাকতেই চেয়েছিল। মাত্র একটা মৌসুম এখানে কাটিয়ে দল পাল্টানোতে ওর সায় ছিল না।’
ওই মুখপাত্রের দাবি, পরিস্থিতি পাল্টে গেছে ইন্টার প্রতিশ্রুতি না রাখায়, ‘ক্লাবের সভাপতি মাসিমো মোরাত্তি ওকে নিয়ে অনেক বড় বড় কথাই বলেছেন। আগামী দিনগুলোয় ওয়েসলিই দলের নেতা হবে—এমনটাও বলা হয়েছে। এখানে দারুণ বেতন, বড় অঙ্কের ট্রান্সফার ফি পাওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনক হলো, এই প্রতিশ্রুতিগুলো রাখা হয়নি। ইন্টারের ভাবভঙ্গিতে ওয়েসলি বিব্রত। রিয়াল মাদ্রিদের আগ্রহ থাকায় এখানে সে আরও বেশি অস্বস্তি অনুভব করছে।’
No comments