ভারতে শিগগিরই চালু হচ্ছে শীতাতপনিয়ন্ত্রিত দোতলা ট্রেন
এবারের রেল বাজেট ঘোষণার সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, এ বছর ভারতে চালু করা হবে শীতাতপনিয়ন্ত্রিত দোতলা ট্রেন। সেই লক্ষ্যে এখন দোতলা ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গেছে, রাজধানী এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেসের চেয়েও দ্রুতগতি সম্পন্ন হবে দোতলা ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, এই ট্রেন প্রথম চালু করা হবে কলকাতা-ধানবাদ এবং মুম্বাই-আহমেদাবাদের মধ্যে। ট্রেনটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রাজধানী এক্সপ্রেস এখন ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে চলে। আর শতাব্দী এক্সপ্রেস চলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে।
জানা গেছে, রাজধানী এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেসের চেয়েও দ্রুতগতি সম্পন্ন হবে দোতলা ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, এই ট্রেন প্রথম চালু করা হবে কলকাতা-ধানবাদ এবং মুম্বাই-আহমেদাবাদের মধ্যে। ট্রেনটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রাজধানী এক্সপ্রেস এখন ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে চলে। আর শতাব্দী এক্সপ্রেস চলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে।
No comments