সাড়ে সাত মাসে শেষ বাংলাদেশ লিগ
সব আকর্ষণ শেষ হয়ে গিয়েছিল আগেই। অবশেষে কাল দাঁড়ি পড়ল বাংলাদেশ লিগে। গত ১০ অক্টোবর শুরু হয়েছিল দেশের সর্বোচ্চ এই ফুটবল লিগ, বারবার বিরতির কারণে লিগের ১৫৬টি ম্যাচ শেষ হতে লেগেছে রেকর্ড সময়—৭ মাস ১০ দিন।
শিরোপা ধরে রেখে লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। কাগজে-কলমে সেরা দল গড়েও হ্যাটট্রিক রানার্সআপ মোহামেডান। নিচের দুটি দল সিলেট বিয়ানীবাজার ও নারায়ণগঞ্জ বিদায় নিয়েছে লিগ থেকে। সর্বোচ্চ ২১ গোল করে সবার ওপরে আবাহনীর স্ট্রাইকার এনামুল হক। ১৯ গোল করে এর পর আছেন মোহামেডানের জাহিদ হাসান (এমিলি)।
শেষ দিনে সিলেট স্টেডিয়ামে বিয়ানীবাজারকে ৩-২ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। জয়ী দলের গোলদাতা ইউগেনি, রাফায়েল ও কাঞ্চন। বিয়ানীবাজারের গোলদাতা তৌহিদুল ও তৌফিক।
শিরোপা ধরে রেখে লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। কাগজে-কলমে সেরা দল গড়েও হ্যাটট্রিক রানার্সআপ মোহামেডান। নিচের দুটি দল সিলেট বিয়ানীবাজার ও নারায়ণগঞ্জ বিদায় নিয়েছে লিগ থেকে। সর্বোচ্চ ২১ গোল করে সবার ওপরে আবাহনীর স্ট্রাইকার এনামুল হক। ১৯ গোল করে এর পর আছেন মোহামেডানের জাহিদ হাসান (এমিলি)।
শেষ দিনে সিলেট স্টেডিয়ামে বিয়ানীবাজারকে ৩-২ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। জয়ী দলের গোলদাতা ইউগেনি, রাফায়েল ও কাঞ্চন। বিয়ানীবাজারের গোলদাতা তৌহিদুল ও তৌফিক।
No comments