৪৫ বার মাধ্যমিক পরীক্ষা!
একবার নয়, দুবার নয়—৪৫ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। কিন্তু পাস করতে পারেননি। এ বছরও দিয়েছিলেন। ফল একই। তাই বলে দমে যাননি। পাসের আশায় আগামী বছর ফের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়াও শুরু করেছেন।
জব্বর হুসেন নামে এই ছাত্রের বয়স এখন ৬৬ বছর। বাড়ি উত্তর প্রদেশের ফতেপুর জেলার বিন্দকি গ্রামে। পেশায় ব্যবসায়ী। একটি মুদির দোকান চালান।
এত বছর ধরে পরীক্ষা দিচ্ছেন জব্বর হুসেন কিন্তু কখনো পরীক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করেননি। বলেছেন, পড়াশোনা করেই পরীক্ষা দিচ্ছি। পাস না করা পর্যন্ত এই পরীক্ষা দেওয়া চলবে। জব্বর হুসেনের এই নিষ্ঠা, একাগ্রতা ও সততার তারিফ করেছে উত্তর প্রদেশ রাজ্য শিক্ষা পর্ষদও।
জব্বর হুসেন নামে এই ছাত্রের বয়স এখন ৬৬ বছর। বাড়ি উত্তর প্রদেশের ফতেপুর জেলার বিন্দকি গ্রামে। পেশায় ব্যবসায়ী। একটি মুদির দোকান চালান।
এত বছর ধরে পরীক্ষা দিচ্ছেন জব্বর হুসেন কিন্তু কখনো পরীক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করেননি। বলেছেন, পড়াশোনা করেই পরীক্ষা দিচ্ছি। পাস না করা পর্যন্ত এই পরীক্ষা দেওয়া চলবে। জব্বর হুসেনের এই নিষ্ঠা, একাগ্রতা ও সততার তারিফ করেছে উত্তর প্রদেশ রাজ্য শিক্ষা পর্ষদও।
No comments