ভারত বাদ, ফাইনালে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
দুই দলেরই শীর্ষ তারকারা নেই, ম্যাচটিকে বলা যায় নতুনদের লড়াই। সে লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছে ‘ভবিষ্যৎ’ ভারত, আর জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে উঠে গেছে ‘আগামীর’ শ্রীলঙ্কা। ওয়ানডেতে মাত্র দ্বিতীয়বার ব্যাট হাতে নেমেই ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেছেন উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। আর অপরাজিত ৩৫ করে জয় নিয়েই ফিরলেন প্রথমবার ব্যাট হাতে নেওয়া জীবন মেন্ডিস। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৬৮/৯ (কার্তিক ২৭, নামান ওঝা ১, কোহলি ৬৮, ইউসুফ ৪৪, রোহিত ৩২, রায়না ১৯, জাদেজা ১৯, অশ্বিন ৩৮, পঙ্কজ ৩, দিন্দা ০, প্রজ্ঞান ওঝা ৫; তুষারা ৩/৫৭, রণদিভ ২/৩৮, দিলশান ১/৫, পেরেরা ১/৩৩, কুলাসেকারা ১/৪৭)।
শ্রীলঙ্কা ৪৮.২ ওভারে ২৭০/৪ (থারাঙ্গা ২৭, দিলশান ২১, চান্ডিমাল ১১১, কাপুগেদারা ৪২, জীবন মেন্ডিস ৩৫*, সামারাবীরা ২৮*; অশ্বিন ২/৫০, দিন্দা ১/৪২, প্রজ্ঞান ওঝা ১/৪৩)।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৬৮/৯ (কার্তিক ২৭, নামান ওঝা ১, কোহলি ৬৮, ইউসুফ ৪৪, রোহিত ৩২, রায়না ১৯, জাদেজা ১৯, অশ্বিন ৩৮, পঙ্কজ ৩, দিন্দা ০, প্রজ্ঞান ওঝা ৫; তুষারা ৩/৫৭, রণদিভ ২/৩৮, দিলশান ১/৫, পেরেরা ১/৩৩, কুলাসেকারা ১/৪৭)।
শ্রীলঙ্কা ৪৮.২ ওভারে ২৭০/৪ (থারাঙ্গা ২৭, দিলশান ২১, চান্ডিমাল ১১১, কাপুগেদারা ৪২, জীবন মেন্ডিস ৩৫*, সামারাবীরা ২৮*; অশ্বিন ২/৫০, দিন্দা ১/৪২, প্রজ্ঞান ওঝা ১/৪৩)।
No comments