চীন একটু চিন্তায়ই ফেলল ডমেনেখকে
রেমন্ড ডমেনেখই বলছেন তো, নাকি! প্লে-অফ খেলে বাছাইপর্ব উতরাতে হলো ফ্রান্সকে, একের পর এক ম্যাচে অনুজ্জ্বল পারফরম্যান্স, তার পরও হতাশাজনক কিছু শোনা যায়নি ফ্রান্স কোচের মুখে। সেই ডমেনেখই পরশু চীনের কাছে হারের পর বলছেন, ‘ম্যাচ হারলে তো সব সময়ই চিন্তার কারণ থেকে যায়। কিছুদিন এমন থাকে, যেদিন মনে হয় হয়তো আরও ভালো করা যেত। গোল করতে না পারলে আমাদের সব সময়ই চিন্তা হয়।’
তবে এটুকু বলেই হয়তো নিজের চরিত্রের কথা মনে পড়ল জার্মানি বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলা কোচের। পর মুহূর্তেই তাই বলেছেন, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে খেলেছি যারা আমাদের হতাশ করার জন্য যা কিছু করা সম্ভব তার সবটাই করেছে। আমরা স্বতঃস্ফূর্ত ও তরতাজা ছিলাম না। তবে এটা স্রেফ একটা গা গরমের ম্যাচ। আমার ধারণা, আমরা উন্নতি করছি। গত দুটি ম্যাচের চেয়ে আমরা এদিন বেশি সুযোগ তৈরি করেছি।’
আগের দুটি প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল ফ্রান্স, তিউনিশিয়ার সঙ্গে ১-১। চীনের বিপক্ষে ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল ডমেনেখের দল, গোলে শট নিয়েছিল ১১টি। কিন্তু চীন গোলে দুটি শট নিয়ে কাজে লাগিয়ে ফেলেছে একটি।
তবে এটুকু বলেই হয়তো নিজের চরিত্রের কথা মনে পড়ল জার্মানি বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলা কোচের। পর মুহূর্তেই তাই বলেছেন, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে খেলেছি যারা আমাদের হতাশ করার জন্য যা কিছু করা সম্ভব তার সবটাই করেছে। আমরা স্বতঃস্ফূর্ত ও তরতাজা ছিলাম না। তবে এটা স্রেফ একটা গা গরমের ম্যাচ। আমার ধারণা, আমরা উন্নতি করছি। গত দুটি ম্যাচের চেয়ে আমরা এদিন বেশি সুযোগ তৈরি করেছি।’
আগের দুটি প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল ফ্রান্স, তিউনিশিয়ার সঙ্গে ১-১। চীনের বিপক্ষে ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল ডমেনেখের দল, গোলে শট নিয়েছিল ১১টি। কিন্তু চীন গোলে দুটি শট নিয়ে কাজে লাগিয়ে ফেলেছে একটি।
No comments