হাইতিতে ভূমিকম্পে নিহত জাতিসংঘের কর্মীদের প্রতি বান কি মুনের শ্রদ্ধা
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত জানুয়ারিতে হাইতিতে ভূমিকম্পে নিহত জাতিসংঘের ১০১ জন কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ‘বীরদের’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। খবর বিবিসি অনলাইনের।
অনুষ্ঠানে বান কি মুন নিহত কর্মীদের উদ্দেশে আবেগভরা কণ্ঠে বলেন, ‘আমরা তোমাদের কখনো ভুলব না। তোমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে নিয়ে যাব।’ নিহত কর্মীদের এই স্মরণ সভায় তাঁদের স্বজনদের সঙ্গে শত শত জাতিসংঘ-কর্মী যোগ দেন।
হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভাল এখন ওয়াশিংটন সফর করছেন। হাইতির বিধ্বস্ত অর্থনীতিকে চাঙা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন আদায়ে তিনি এই সফর করছেন। প্রিভাল বলেন, প্রলয়ংকরী ভূমিকম্পের কারণে দেখা দেওয়া সংকটের প্রথম ধাপ তাঁরা উত্রাতে পেরেছেন।
অনুষ্ঠানে বান কি মুন নিহত কর্মীদের উদ্দেশে আবেগভরা কণ্ঠে বলেন, ‘আমরা তোমাদের কখনো ভুলব না। তোমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে নিয়ে যাব।’ নিহত কর্মীদের এই স্মরণ সভায় তাঁদের স্বজনদের সঙ্গে শত শত জাতিসংঘ-কর্মী যোগ দেন।
হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভাল এখন ওয়াশিংটন সফর করছেন। হাইতির বিধ্বস্ত অর্থনীতিকে চাঙা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন আদায়ে তিনি এই সফর করছেন। প্রিভাল বলেন, প্রলয়ংকরী ভূমিকম্পের কারণে দেখা দেওয়া সংকটের প্রথম ধাপ তাঁরা উত্রাতে পেরেছেন।
No comments