ভোটদানে বিরত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় গত মঙ্গলবার পাস হয়েছে বহু প্রতীক্ষিত নারী সংরক্ষণ বিল। বিলের পক্ষে ভোট দেন ১৮৬ জন সাংসদ। বিরুদ্ধে ভোট দেন মাত্র একজন সাংসদ। কিন্তু এদিন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটদানে বিরত থাকেন। এতে বিস্মিত হয়েছে ভারতের গোটা রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণও বিষয়টিকে ভালোভাবে নেয়নি।
মমতা নিজেও একজন নারী হয়ে কেন এই বিলের পক্ষে দাঁড়ালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, মমতা বর্তমান মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শরিক দল। রাজনীতির বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ভোটদানে বিরত থাকায় ইতিমধ্যে উঠে এসেছে নানা কথা। সেসব কথাও ছাপা হয়েছে কলকাতার গতকালের পত্রপত্রিকায়। এতে বলা হয়েছে, বিল পাসের ব্যাপারে কংগ্রেস সরকার মমতাকে তেমন পাত্তা না দিয়ে বরং বিজেপি এবং বাম দলকে পাত্তা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মমতা ভোটদানে বিরত থাকেন। আবার কারও কারও মতে, মুসলিমদের জন্য পৃথকভাবে আসন সংরক্ষণ না করায় মুসলিম ভোটব্যাংককে অটুট রাখার জন্য মমতা এই ভূমিকা নিয়েছেন।
তবে এ ব্যাপারে মমতা বলেছেন, ভোটদানের প্রক্রিয়া যথাযথ না হওয়ায় তাঁরা ভোটদান থেকে বিরত থাকেন।
মমতা নিজেও একজন নারী হয়ে কেন এই বিলের পক্ষে দাঁড়ালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, মমতা বর্তমান মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শরিক দল। রাজনীতির বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ভোটদানে বিরত থাকায় ইতিমধ্যে উঠে এসেছে নানা কথা। সেসব কথাও ছাপা হয়েছে কলকাতার গতকালের পত্রপত্রিকায়। এতে বলা হয়েছে, বিল পাসের ব্যাপারে কংগ্রেস সরকার মমতাকে তেমন পাত্তা না দিয়ে বরং বিজেপি এবং বাম দলকে পাত্তা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মমতা ভোটদানে বিরত থাকেন। আবার কারও কারও মতে, মুসলিমদের জন্য পৃথকভাবে আসন সংরক্ষণ না করায় মুসলিম ভোটব্যাংককে অটুট রাখার জন্য মমতা এই ভূমিকা নিয়েছেন।
তবে এ ব্যাপারে মমতা বলেছেন, ভোটদানের প্রক্রিয়া যথাযথ না হওয়ায় তাঁরা ভোটদান থেকে বিরত থাকেন।
No comments