থানায় হামলা চালিয়ে কয়েদিকে ছিনতাই
ভারতের ৬১তম প্রজাতন্ত্র দিবসে গতকাল মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমার ছোট মোল্লাখালী থানার সামনে পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলছিল। এতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কয়েক শ নেতা-কর্মী।
অনুষ্ঠানের মধ্যেই নেতা-কর্মীরা হঠাত্ দাবি জানান, সোমবার রাতে সোমেন পাত্র নামে যে ব্যক্তিকে ধরে আনা হয়েছে, তাঁকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। থানার ওসি তাতে আপত্তি জানালে হঠাত্ করে থানায় হামলা চালান তৃণমূলের কর্মীরা। তাঁরা স্লোগান দিয়ে ভাঙতে শুরু করেন থানার লকআপ। এরপর প্রকাশ্যেই ওসি এবং থানার আরও তিন পুলিশকর্মীকে মারধর করে কয়েদিকে ছিনিয়ে নিয়ে যান
অনুষ্ঠানের মধ্যেই নেতা-কর্মীরা হঠাত্ দাবি জানান, সোমবার রাতে সোমেন পাত্র নামে যে ব্যক্তিকে ধরে আনা হয়েছে, তাঁকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। থানার ওসি তাতে আপত্তি জানালে হঠাত্ করে থানায় হামলা চালান তৃণমূলের কর্মীরা। তাঁরা স্লোগান দিয়ে ভাঙতে শুরু করেন থানার লকআপ। এরপর প্রকাশ্যেই ওসি এবং থানার আরও তিন পুলিশকর্মীকে মারধর করে কয়েদিকে ছিনিয়ে নিয়ে যান
No comments