কোচের পদ ছাড়লেন আর্থার
অধিনায়ক গ্রায়েম স্মিথের সঙ্গে সম্পর্কটা শীতল হয়ে পড়েছিল অনেক দিন ধরেই। সম্পর্কটাকে উষ্ণ করে কাজ চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ছিল তাঁর জন্য। শেষ পর্যন্ত কোচের পদ থেকে ইস্তফাই দিলেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। আপত্কালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার করি ফন জিলকে। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
এভাবে দায়িত্ব ছেড়ে খুশি নন আর্থার। সেটাই বললেন, ‘দুই টেস্টের রোমাঞ্চকর ভারত সফরের আগমুহূর্তে এমনটা করা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই সময়ের আন্তর্জাতিক ক্রিকেটপঞ্জিতে কখনোই ভালো সময় আসবে না। তবে সব ভালোরই একটা শেষ আছে এবং এখন সময় অন্য কারও দায়িত্ব নেওয়ার।
এভাবে দায়িত্ব ছেড়ে খুশি নন আর্থার। সেটাই বললেন, ‘দুই টেস্টের রোমাঞ্চকর ভারত সফরের আগমুহূর্তে এমনটা করা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই সময়ের আন্তর্জাতিক ক্রিকেটপঞ্জিতে কখনোই ভালো সময় আসবে না। তবে সব ভালোরই একটা শেষ আছে এবং এখন সময় অন্য কারও দায়িত্ব নেওয়ার।
No comments