মেলবোর্নে পাঁচজন অভিযুক্ত
অস্ট্রেলিয়ায় দুই ভারতীয় ছাত্রের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সে দেশের বার্তা সংস্থা এএপি এ তথ্য দিয়েছে।
গত সোমবার সকাল পৌনে ১১টার দিকে ভারতীয় ওই দুই শিক্ষার্থী নতুন করে হামলার শিকার হন। তাঁদের একজনের বয়স ১৮ বছর। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। হামলাকারীরা ২২ বছর বয়সী ভারতের আরেক ছাত্রকে এ সময় মাটিতে ফেলে মারধর করে।
দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় নয়জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। অপর পাঁচজনের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ আনা হয়েছে।
গত সোমবার সকাল পৌনে ১১টার দিকে ভারতীয় ওই দুই শিক্ষার্থী নতুন করে হামলার শিকার হন। তাঁদের একজনের বয়স ১৮ বছর। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। হামলাকারীরা ২২ বছর বয়সী ভারতের আরেক ছাত্রকে এ সময় মাটিতে ফেলে মারধর করে।
দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় নয়জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। অপর পাঁচজনের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ আনা হয়েছে।
No comments