জেদ্দায় বন্যার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বাদশা
জেদ্দায় গত সপ্তাহের বন্যার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশা আবদুল্লাহ। সেই সঙ্গে বন্যায় মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে দুই লাখ ৬৭ হাজার ডলার ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন তিনি। গত সপ্তাহের এই বন্যায় ১১৩ জন মারা যায়।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মক্কার গভর্নর প্রিন্স খালিদ বিন ফয়সাল ওই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। তদন্ত কমিটি বন্যার কারণ খতিয়ে দেখবে এবং এর ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। এর পেছনে কর্তৃপক্ষের কর্তব্যে অবহেলা ছিল কি না তাও দেখা হবে।
বাদশা আবদুল্লার আদেশে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি, বন্যা উপদ্রুত এলাকায় কিছু ত্রুটিবিচ্যুতি ছিল, যা আমরা পাশ কাটিয়ে যেতে পারি না। বরং সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করতে হবে।’
গত বুধবার ওই বন্যা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনাকে সুনামি বলে দাবি করেছে। কর্তৃপক্ষ তখন ২ নম্বর সতর্কসংকেত জারি করেছিল।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মক্কার গভর্নর প্রিন্স খালিদ বিন ফয়সাল ওই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। তদন্ত কমিটি বন্যার কারণ খতিয়ে দেখবে এবং এর ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। এর পেছনে কর্তৃপক্ষের কর্তব্যে অবহেলা ছিল কি না তাও দেখা হবে।
বাদশা আবদুল্লার আদেশে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি, বন্যা উপদ্রুত এলাকায় কিছু ত্রুটিবিচ্যুতি ছিল, যা আমরা পাশ কাটিয়ে যেতে পারি না। বরং সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করতে হবে।’
গত বুধবার ওই বন্যা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনাকে সুনামি বলে দাবি করেছে। কর্তৃপক্ষ তখন ২ নম্বর সতর্কসংকেত জারি করেছিল।
No comments