তাঁরা আমন্ত্রিত ছিলেন, দাবি সালাহি দম্পতির
বিনা আমন্ত্রণে হোয়াইট হাউসের নৈশভোজে যোগ দিয়ে হইচই ফেলে দেওয়া দম্পতি দাবি করেছেন, তাঁরা অনাহূত প্রবেশকারী ছিলেন না। তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
গত মঙ্গলবার টেলিভিশনের এক অনুষ্ঠানে মিশেল ও তারেক সালাহি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে আয়োজিত নৈশভোজে তাঁদের যোগদান নিয়ে যে হইচই হচ্ছে, তাঁদের জন্য সেটা ‘সবচেয়ে বিপর্যয়কর’ অভিজ্ঞতা।
হোয়াইট হাউস বলে আসছে, সালাহি দম্পতি ছিলেন ভোজসভায় অনাহূত অতিথি। এই অনুষ্ঠানে ওবামা প্রশাসনের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস। তিনি বলেন, ‘সেটা ভুল বোঝাবুঝি ছিল না।’
তারেক সালাহি বলেন, এক সপ্তাহ আগের ওই ঘটনার তদন্তে গোয়েন্দা বিভাগের সঙ্গে তিনি ও তাঁর স্ত্রী সহযোগিতা করছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তাঁদের যথাযথ সম্মান রয়েছে। সালাহি বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা দারুণভাবে দুঃখিত। আমি ও আমার স্ত্রীকে অনাহূত অতিথি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমি আপনাকে বলতে চাই, আমরা হোয়াইট হাউসে অনাহূত অতিথি ছিলাম না।’
এনবিসি টেলিভিশনের ‘টুডে শো’ অনুষ্ঠানে সালাহি দম্পতি বলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা অনাহূত প্রবেশকারী ছিলেন না। সালাহির স্ত্রী মিশেল বলেন, ‘এই ধরনের স্পর্ধা কিংবা নোংরা আচরণ করার মতো কেউ এখানে নেই। নিশ্চিতভাবেই আমাদের সেটা নেই।’
এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র গিবস বলেন, এই অনুপ্রবেশের ঘটনায় প্রেসিডেন্ট ওবামা ও তাঁর স্ত্রী দুজনই ক্ষুব্ধ। গিবস বলেন, সেদিন কী ভুল হয়েছিল, গোয়েন্দা বিভাগ তা তদন্ত করে দেখছে।
সালাহি ও মিশেল দম্পতি এর আগেও হোয়াইট হাউসে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন বলে জানা গেছে। গত ২৬ সেপ্টেম্বর দ্য কংগ্রেশনাল ব্ল্যাক ককাস ফাউন্ডেশনের বার্ষিক ভোজসভায় যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। কিন্তু টিকিট না থাকায় নিরাপত্তাকর্মীরা তাঁদের সেখানে প্রবেশ করতে দেননি। ফাউন্ডেশনের মুখপাত্র মুরিয়েল কুপার এ কথা জানান।
গত মঙ্গলবার টেলিভিশনের এক অনুষ্ঠানে মিশেল ও তারেক সালাহি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে আয়োজিত নৈশভোজে তাঁদের যোগদান নিয়ে যে হইচই হচ্ছে, তাঁদের জন্য সেটা ‘সবচেয়ে বিপর্যয়কর’ অভিজ্ঞতা।
হোয়াইট হাউস বলে আসছে, সালাহি দম্পতি ছিলেন ভোজসভায় অনাহূত অতিথি। এই অনুষ্ঠানে ওবামা প্রশাসনের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস। তিনি বলেন, ‘সেটা ভুল বোঝাবুঝি ছিল না।’
তারেক সালাহি বলেন, এক সপ্তাহ আগের ওই ঘটনার তদন্তে গোয়েন্দা বিভাগের সঙ্গে তিনি ও তাঁর স্ত্রী সহযোগিতা করছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তাঁদের যথাযথ সম্মান রয়েছে। সালাহি বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা দারুণভাবে দুঃখিত। আমি ও আমার স্ত্রীকে অনাহূত অতিথি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমি আপনাকে বলতে চাই, আমরা হোয়াইট হাউসে অনাহূত অতিথি ছিলাম না।’
এনবিসি টেলিভিশনের ‘টুডে শো’ অনুষ্ঠানে সালাহি দম্পতি বলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা অনাহূত প্রবেশকারী ছিলেন না। সালাহির স্ত্রী মিশেল বলেন, ‘এই ধরনের স্পর্ধা কিংবা নোংরা আচরণ করার মতো কেউ এখানে নেই। নিশ্চিতভাবেই আমাদের সেটা নেই।’
এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র গিবস বলেন, এই অনুপ্রবেশের ঘটনায় প্রেসিডেন্ট ওবামা ও তাঁর স্ত্রী দুজনই ক্ষুব্ধ। গিবস বলেন, সেদিন কী ভুল হয়েছিল, গোয়েন্দা বিভাগ তা তদন্ত করে দেখছে।
সালাহি ও মিশেল দম্পতি এর আগেও হোয়াইট হাউসে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলেন বলে জানা গেছে। গত ২৬ সেপ্টেম্বর দ্য কংগ্রেশনাল ব্ল্যাক ককাস ফাউন্ডেশনের বার্ষিক ভোজসভায় যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। কিন্তু টিকিট না থাকায় নিরাপত্তাকর্মীরা তাঁদের সেখানে প্রবেশ করতে দেননি। ফাউন্ডেশনের মুখপাত্র মুরিয়েল কুপার এ কথা জানান।
No comments