এইডস মোকাবিলায় লড়ছে মিয়ানমারের জান্তা সরকার
মিয়ানমারের জান্তা সরকার দাবি করেছে, সে দেশে এইডস সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকালমঙ্গলবার দেশটির প্রায় ১৫০ জন এইডস রোগী বিরোধী দলের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে এ কথা জানানো হয়। সরকারি নিউ লাইট অব মিয়ানমার পত্রিকা এ তথ্য দিয়েছে।
ইংরেজি ভাষার এই পত্রিকাটি আরও জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে এইচআইভি ভাইরাসের সংক্রমণ হ্রাস পেয়েছে। এতে বলা হয়, জান্তা সরকার লোকবল ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এইডস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ২০০৭ সালে সরকার এইডস মোকাবিলায় প্রায় এক লাখ ৯০ হাজার ডলার ব্যয় করে। পত্রিকাটি আরও জানায়, ইউএনএইডস-এর দেওয়া তথ্য অনুযায়ী ২০০৪ সালে মিয়ানমারে মোট জনসংখ্যার শূন্য দশমিক ৯৪ শতাংশ মানুষ এইডসে আক্রান্ত ছিল। ২০০৭ সালে তা কমে দাঁড়ায় শূন্য দশমিক ৬৭ শতাংশ।
এদিকে দেশটির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র ফিউ ফিউ থিন বলেন, মিয়ানমারে এইচআইভি ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে।
ইংরেজি ভাষার এই পত্রিকাটি আরও জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে এইচআইভি ভাইরাসের সংক্রমণ হ্রাস পেয়েছে। এতে বলা হয়, জান্তা সরকার লোকবল ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এইডস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ২০০৭ সালে সরকার এইডস মোকাবিলায় প্রায় এক লাখ ৯০ হাজার ডলার ব্যয় করে। পত্রিকাটি আরও জানায়, ইউএনএইডস-এর দেওয়া তথ্য অনুযায়ী ২০০৪ সালে মিয়ানমারে মোট জনসংখ্যার শূন্য দশমিক ৯৪ শতাংশ মানুষ এইডসে আক্রান্ত ছিল। ২০০৭ সালে তা কমে দাঁড়ায় শূন্য দশমিক ৬৭ শতাংশ।
এদিকে দেশটির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র ফিউ ফিউ থিন বলেন, মিয়ানমারে এইচআইভি ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে।
No comments