প্রথম রকেট উৎক্ষেপণ করল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের জন্য গতকাল মঙ্গলবার ছিল একটি ঐতিহাসিক দিন। কারণ, গতকাল প্রথমবারের মতো নিজেদের বানানো রকেট উৎক্ষেপণ করেছে তারা। নিউজিল্যান্ডের ব্যক্তিমালিকানাধীন কোম্পানি রকেট ল্যাব লিমিটেড এটি-১ নামের ওই রকেট উৎক্ষেপণ করে। গ্রেট মারকারি দ্বীপ থেকে স্থানীয় সময় দুপুরে রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছায়।
মহাকাশে আরও সহজে পৌঁছানোর লক্ষ্য সামনে রেখে তিন বছর আগে রকেট ল্যাব প্রতিষ্ঠিত হয়। কম খরচে মহাকাশে রকেট পাঠানোর জন্য তারা রকেট বানাতে শুরু করে। রকেট ল্যাবের বানানো এটি-১ রকেটটির ধারণক্ষমতা মাত্র দুই কেজি। প্রাথমিকভাবে সকাল সাতটা ১০ মিনিটে রকেটটি উেক্ষপণের সময় নির্দিষ্ট করা হলেও বেশ কিছু কারিগরি ত্রুটির কারণে তা দুপুর পর্যন্ত বিলম্বিত হয়।
মহাকাশে আরও সহজে পৌঁছানোর লক্ষ্য সামনে রেখে তিন বছর আগে রকেট ল্যাব প্রতিষ্ঠিত হয়। কম খরচে মহাকাশে রকেট পাঠানোর জন্য তারা রকেট বানাতে শুরু করে। রকেট ল্যাবের বানানো এটি-১ রকেটটির ধারণক্ষমতা মাত্র দুই কেজি। প্রাথমিকভাবে সকাল সাতটা ১০ মিনিটে রকেটটি উেক্ষপণের সময় নির্দিষ্ট করা হলেও বেশ কিছু কারিগরি ত্রুটির কারণে তা দুপুর পর্যন্ত বিলম্বিত হয়।
No comments