বেনজিরকে নিয়ে চলচ্চিত্র
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর জীবনী নিয়ে বলিউডে একটি পূর্ণদৈর্ঘ্য হিন্দি চলচ্চিত্র নির্মাণের কাজ শিগগিরই শুরু হতে চলেছে। বেনজির ভুট্টোর চরিত্রে অভিনয় করবেন শাবানা আজমি। চলচ্চিত্রটি পরিচালনা করবেন মহেশ ভাট। ছবির শুটিং শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বেনজির ভুট্টোর স্বামী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছ থেকে সবুজ সংকেত পেলেই মহেশ ভাট চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করে দেবেন।
No comments