বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেডের একটি পুনঃঅর্থায়ন চুক্তি হয়েছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই পুনঃঅর্থায়ন চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও ডেপুটি গভর্নর মো. নজরুল হুদা এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌসী সুলতানা, ভাইস প্রেসিডেন্ট মো. তারিক পারভেজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক সবুজ বিনিয়োগ খাতে ঋণ প্রদান করলে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে। ফলে দেশব্যাপী গ্রাহকেরা সৌরশক্তি, বায়োগ্যাস, প্লান্ট ও বর্জ্য পরিশোধনের মতো পরিবেশবান্ধব প্রকল্প উন্নয়নে সর্বোচ্চ ৯% হারে ঋণ সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই পুনঃঅর্থায়ন চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও ডেপুটি গভর্নর মো. নজরুল হুদা এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌসী সুলতানা, ভাইস প্রেসিডেন্ট মো. তারিক পারভেজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক সবুজ বিনিয়োগ খাতে ঋণ প্রদান করলে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে। ফলে দেশব্যাপী গ্রাহকেরা সৌরশক্তি, বায়োগ্যাস, প্লান্ট ও বর্জ্য পরিশোধনের মতো পরিবেশবান্ধব প্রকল্প উন্নয়নে সর্বোচ্চ ৯% হারে ঋণ সুবিধা পাবেন।
No comments