মেক্সিকোর উত্তরাঞ্চলে মাদক নিয়ে সহিংসতা নিহত ২৩
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যে মাদকসংক্রান্ত সহিংসতায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। গত সোমবার সরকারি কর্তৃপক্ষ এ কথা জানায়।
ওই ২৩ জনের ১৩ জন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আলপাসো নগরের কাছে সিউদাদ হুয়ারেজ নগরে নিহত হয়। সিউদাদ হুয়ারেজ হলো মেক্সিকোর সবচেয়ে সহিংস নগর। এ বছরই ওই নগরে দুই হাজার ৫০০ জনেরও বেশি লোক মাদকসংক্রান্ত সহিংসতায় নিহত হয়েছে।
পুলিশ জানায়, রোববার থেকে সোমবার পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটেছে। একটি ঘটনায় এক দম্পতিকে তাদের তিন, পাঁচ ও নয় বছর বয়সের শিশুদের সামনে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় শিশুরা রক্ষা পায়।
ওই ২৩ জনের ১৩ জন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আলপাসো নগরের কাছে সিউদাদ হুয়ারেজ নগরে নিহত হয়। সিউদাদ হুয়ারেজ হলো মেক্সিকোর সবচেয়ে সহিংস নগর। এ বছরই ওই নগরে দুই হাজার ৫০০ জনেরও বেশি লোক মাদকসংক্রান্ত সহিংসতায় নিহত হয়েছে।
পুলিশ জানায়, রোববার থেকে সোমবার পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটেছে। একটি ঘটনায় এক দম্পতিকে তাদের তিন, পাঁচ ও নয় বছর বয়সের শিশুদের সামনে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় শিশুরা রক্ষা পায়।
No comments