যুক্তরাষ্ট্রে অপরাধ কমেছে: এফবিআই
যুক্তরাষ্ট্রে ২০০৯ সালের প্রথম ছয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় সহিংস অপরাধ হ্রাস পেয়েছে। এফবিআই তাদের প্রাথমিক তথ্য প্রকাশ করে এ কথা বলেছে। সার্বিক তথ্য প্রকাশ করা হবে আগামী বছর।
এফবিআই জানায়, জানুয়ারি থেকে জুনের মধ্যে খুন ১০ শতাংশ, ডাকাতি ৬ দশমিক ৫ শতাংশ, ধর্ষণ ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে এবং মারাত্মক হামলার ঘটনা ৩ দশমিক ২ শতাংশ কমেছে।
প্রত্যন্ত এলাকার চেয়ে তুলনামূলকভাবে বিভিন্ন নগরে সহিংস অপরাধ বেশি কমেছে। ১০ লাখ অথবা এর চেয়ে বেশি জন-অধ্যুষিত শহরগুলোতে সাত শতাংশ অপরাধ কমেছে এবং মফস্বল অঞ্চলগুলোতে অপরাধ কমার এ মাত্রা হলো ৩ দশমিক ৮ শতাংশ। ১০ হাজার থেকে ২৪ হাজার ৯৯৯ জন-অধ্যুষিত ছোট শহরগুলোতে অপরাধ কমার ভিন্ন চিত্র দেখা গেছে। এ শহরগুলোতে সহিংস অপরাধের পরিমাণ ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
কিন্তু সম্পদসংক্রান্ত অপরাধ যার মধ্যে সিঁধ কেটে চুরি, অন্যান্য চুরি এবং মোটরসাইকেল চুরির মতো ঘটনা সারা দেশে কমে গেছে। এ বছরের প্রথম ছয় মাসে ২০০৮ সালের একই সময়ের তুলনায় অপরাধ কমেছে। আবার তুলনামূলক বড় শহরগুলোতে সম্পত্তিসংক্রান্ত অপরাধের সংখ্যা আরও বেশি কমেছে।
এফবিআই জানায়, জানুয়ারি থেকে জুনের মধ্যে খুন ১০ শতাংশ, ডাকাতি ৬ দশমিক ৫ শতাংশ, ধর্ষণ ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে এবং মারাত্মক হামলার ঘটনা ৩ দশমিক ২ শতাংশ কমেছে।
প্রত্যন্ত এলাকার চেয়ে তুলনামূলকভাবে বিভিন্ন নগরে সহিংস অপরাধ বেশি কমেছে। ১০ লাখ অথবা এর চেয়ে বেশি জন-অধ্যুষিত শহরগুলোতে সাত শতাংশ অপরাধ কমেছে এবং মফস্বল অঞ্চলগুলোতে অপরাধ কমার এ মাত্রা হলো ৩ দশমিক ৮ শতাংশ। ১০ হাজার থেকে ২৪ হাজার ৯৯৯ জন-অধ্যুষিত ছোট শহরগুলোতে অপরাধ কমার ভিন্ন চিত্র দেখা গেছে। এ শহরগুলোতে সহিংস অপরাধের পরিমাণ ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
কিন্তু সম্পদসংক্রান্ত অপরাধ যার মধ্যে সিঁধ কেটে চুরি, অন্যান্য চুরি এবং মোটরসাইকেল চুরির মতো ঘটনা সারা দেশে কমে গেছে। এ বছরের প্রথম ছয় মাসে ২০০৮ সালের একই সময়ের তুলনায় অপরাধ কমেছে। আবার তুলনামূলক বড় শহরগুলোতে সম্পত্তিসংক্রান্ত অপরাধের সংখ্যা আরও বেশি কমেছে।
No comments