কলম্বিয়ায় মার্কসবাদী বিদ্রোহীদের হাতে গভর্নর অপহূত
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের গভর্নরকে অপহরণ করেছে সে দেশের বামপন্থী ফার্ক বিদ্রোহীরা।
দেশটির বেসরকারি রেডিও চ্যানেল কারাকোল সোমবার জানায়, বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীটির (এফএআরসি—ফার্ক) সশস্ত্র সদস্যরা কাকুয়েতা প্রদেশের গভর্নর লুইস ফ্রান্সিসকো কুয়েলারের বাড়িতে প্রথমে গ্রেনেড হামলা চালায়। পরে অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ সময় গভর্নরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিদ্রোহীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
দেশটির বেসরকারি রেডিও চ্যানেল কারাকোল সোমবার জানায়, বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীটির (এফএআরসি—ফার্ক) সশস্ত্র সদস্যরা কাকুয়েতা প্রদেশের গভর্নর লুইস ফ্রান্সিসকো কুয়েলারের বাড়িতে প্রথমে গ্রেনেড হামলা চালায়। পরে অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ সময় গভর্নরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিদ্রোহীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
No comments