অবসরে গেলেন মার্কিন মহাকাশচারী সুনিতা
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তার অবসর কার্যকর হয়েছে। তিনি মহাকাশে ৬০৮ দিন কাটিয়েছেন। যা নাসার মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি অভিযান, একাধিক মানব মহাকাশ ভ্রমণের রেকর্ড তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
সুনিতা ৯টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন। এর মাধ্যমে মহাকাশযানের বাইরে তিনি মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট সময় কাটিয়েছেন। এটি যেকোনো নারী মহাকাশচারীর জন্য সর্বোচ্চ এবং নাসার ইতিহাসে সামগ্রিকভাবে চতুর্থ সর্বোচ্চ।
এদিকে সুনিতার পেনশনের পরিমাণ নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, মোটা অংকের অর্থ পেতে যাচ্ছেন তিনি। অবশ্য মার্কিন সরকারের পক্ষ থেকে সঠিক অঙ্কটি প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি বার্ষিক প্রায় ৪৩ হাজার ২০০ মার্কিন ডলার ফেডারেল সরকার থেকে পেনশন পেতে পারেন। নাসায় তার ২৭ বছরের কর্মজীবনের সঙ্গে ইউএস নেভি ক্যাপ্টেন হিসেবে কাটানো সময়ের অভিজ্ঞতাও যুক্ত করা হয়েছে। সে হিসেবেও তার পেনশনের পরিমাণ বাড়বে।
![]() |
| সুনিতা উইলিয়ামস |

No comments