বিরোধী দলগুলোর জোট আছে, ঐক্য নেই by সালমান তারেক শাকিল
দেশের বিরোধী দলগুলোর মধ্যে নামে বা সংখ্যার বিবেচনায়
রাজনৈতিক ঐক্য দৃশ্যমান থাকলেও কার্যত শরিকগুলোর সম্পর্ক নড়বড়ে। জাতীয়
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জোটগত ঐক্য
তৈরি হলেও তাদের মধ্যে এখন দ্বন্দ্ব দেখা দিয়েছে। কোনও কোনও জোটের ভেতরে
সৃষ্টি হয়েছে অনুজোট। বন্যা ও ডেঙ্গু সমস্যা নিয়ে দলগুলোর যৌথ কোনও উদ্যোগ
দেখা যায়নি। গত ছয় মাসে বিরোধী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ
করলে এ বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে।
বিরোধী দলগুলোর বাইরে সরকারঘেঁষা অন্তত দুটি জোট আছে,
যারা এখন অকার্যকর। ঘরোয়াভাবে কর্মসূচি পালন করলেও মাঠে-ঘাটে বা রাজপথে
নিষ্ক্রিয় রয়েছে বি চৌধুরীর যুক্তফ্রন্ট। কোনও কার্যক্রম নেই জিএম কাদেরের
জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের।
নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।
গত নির্বাচনের সময় প্রায় ১৪টি দল সক্রিয় ছিল। বিদ্যমান জোটগুলোতে
নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দল এবং সংগঠনের সংখ্যা প্রায় ১৫২টি। জোটগুলো
হচ্ছে— ১৪ দলীয় জোট, ২০ দলীয় জোট, সম্মিলিত জাতীয় জোট, গণতান্ত্রিক বাম
জোট, যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স,
জাতীয় ইসলামী মহাজোট, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ), ন্যাশনাল ডেমোক্রেটিক
ফ্রন্ট-এনডিএফ, গণতান্ত্রিক জোট, প্রগতিশীল জোট, হুদা জোট ও বিজেপি।
‘বিএনপির কারণে ঐক্যফ্রন্ট নিষ্ক্রিয়’
জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা
অভিযোগ করেছেন— একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ফলাফলের পর দুই
জোটের অন্যতম প্রধান শরিক বিএনপি কার্যত ভেঙে পড়েছে। ঐক্যফ্রন্টকে কেন্দ্র
করে দলটিতে তিনটি ধারা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দলটির প্রধান চিন্তা
কারাগারে থাকা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। জোট ও ফ্রন্টের নেতারা
ধারণা করছেন— সরকার আইনি পথে খালেদা জিয়ার মুক্তির বিরুদ্ধে। সরকারের তরফে
তার প্যারোল নিয়ে নমনীয়তা রয়েছে। এ কারণে কোনও আন্দোলনে না গিয়ে খালেদা
জিয়াকে সমঝোতার মধ্যদিয়ে মুক্ত করতে চাইছে বিএনপি।
জাতীয়
ঐক্যফ্রন্টের অন্যতম প্রভাবশালী এক নেতার ভাষ্য, ‘জাতীয় ঐক্যফ্রন্ট সাত
দফা দাবি ও ১১ দফা লক্ষ্য ঘোষণা করে আন্দোলনের সূচনা করে। কথা ছিল
নির্বাচনের পরও আন্দোলনের প্রসঙ্গটি থাকবে। কিন্তু ফ্রন্টের আহ্বায়ক ড.
কামাল হোসেন এ বিষয়ে নীরবতা পালন করেন। বিএনপিও আগ্রহ দেখায়নি। বরং বারবার
ন্যূনতম কর্মসূচির কথা বলা হলেও অনাগ্রহের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রসঙ্গত, ফ্রন্টের আত্মপ্রকাশের দিনে মির্জা
ফখরুল বলেছিলেন, আজ গণতান্ত্রিক আন্দোলনের নব সূচনার দিন।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডির সাধারণ সম্পাদক
আবদুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০ জুন ঐক্যফ্রন্টের বৈঠকের পর
সিদ্ধান্ত ছিল পরে বৈঠক হবে, কামাল হোসেন দেশে আসার পর। কিন্তু এরপর বিএনপি
আর মিটিং ডাকেনি। আর দৃশ্যত মনে হচ্ছে, বিএনপি ফ্রন্টকে সক্রিয় রাখতে
চাইছে না। ফলে শরিক দলগুলো নিজেদের উদ্যোগে যতটুকু সম্ভব কাজ করছে। এ ছাড়া,
জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে বিএনপির মধ্যে তিনটি ধারা রয়েছে। একেকটি ধারা একেক
রকম মত পোষণ করে।’
জানতে
চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে
বলেন, ‘আমি আপাতত কোনও সম্ভাবনা দেখছি না। কারণ, প্রত্যেকে আলাদা আলাদা করে
চিন্তা করছে। ন্যূনতম ঐক্যের জায়গা কী হওয়া উচিৎ তা নিয়ে কোনও উদ্যোগ নেই।
সুতরাং যেভাবে চলছে, সেভাবেই চলতে থাকবে বলে মনে করি।’
বিএনপির একটি দায়িত্বশীল পক্ষ জানিয়েছে, ‘জাতীয়
ঐক্যফ্রন্ট গঠনের বাস্তবতা ছিল। নির্বাচনের পর হতাশা সৃষ্টি হয়েছে। তবে এ
পরিস্থিতি থেকে বেরুতে হলে ফ্রন্টকে নতুনভাবে সাজাতে হবে। বিশেষ করে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, আ স ম রব, মাহমুদুর রহমান মান্নাকে একটি জায়গায় আনতে
হবে।’
এ বিষয়ে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের
নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘বিএনপি তাদের কাজে
ব্যস্ত রয়েছে। তারা বড় দল, তারা নিজেদের গুছিয়ে আনার পর ফ্রন্টকে সক্রিয়
করা হবে।’
২০ দলীয় জোটের ভেতরে জোট!
২০ বছরের জোট ২০ দলীয় জোট। সময়ের পরিক্রমায় চার দলীয়
জোট, ১৮ দলীয় জোট হয়ে এখন ২০ দলীয় জোট। গত ২৭ জুন নতুন করে জাতীয় সংসদ
নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১৮ দফা দাবি আদায়ের
লক্ষ্যে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন সংগঠনের ঘোষণা দেন এলডিপির সভাপতি
কর্নেল (অব) অলি আহমদ। এই মঞ্চে কল্যাণ পার্টি, জাগপা, খেলাফত মজলিসের
প্রতিনিধিরা অংশ নেন।
অলি
আহমদ ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক। এই মঞ্চ গঠনের পর থেকে বিএনপির সঙ্গে
দূরত্ব তৈরি হয় তার। এলডিপির নেতাদের অভিযোগ— একাদশ জাতীয় সংসদ নির্বাচনের
পর সংসদে যোগদানের মধ্যদিয়ে বিএনপির নেতারা কার্যত বিরোধী দলের মর্যাদা
হারিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ব্যর্থ। এসব কারণে অলি আহমদ
দেশি-বিদেশি প্রভাবশালী মহলের ইঙ্গিতে সক্রিয় হয়েছেন। যদিও শুরু থেকেই অলি
আহমদ জামায়াতের পাশে থেকেছেন। জামায়াতের পক্ষ থেকে মঞ্চের ঢাকা, চট্টগ্রাম ও
সিলেটের অনুষ্ঠানে সহযোগিতা দেওয়া হয়েছে। অলি আহমদ এটাও বলেছেন, ৭১ আর
এখনকার জামায়াত এক নয়, এখনকার জামায়াত দেশপ্রেমিক।
বিএনপির সাড়া না পেয়ে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর
সঙ্গে যোগাযোগ করেন অলি আহমদ। গত মাসের শেষদিকে যোগাযোগ করেন মাহমুদুর
রহমান মান্নার সঙ্গে। তবে সেখানেও তিনি খুব একটা সাড়া পাননি।
২০ দলীয় জোটের সঙ্গে শুরু থেকেই আছে খেলাফত মজলিস।
দলটির মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জোট তো হয়
নির্বাচনকেন্দ্রিক। আমাদের দেশে নির্বাচনের পরও জোট ক্রিয়াশীল থাকে।
কিন্তু এর কোনও কারণ নেই। দুনিয়াব্যাপী যে জোট হয়, তা নির্বাচনকেন্দ্রিকই
হয়। বাংলাদেশে জোটের একটা বাস্তবতা তৈরি হয়েছে। তবে এখন যে ২০ দলীয় জোট
আছে, সেটা কিন্তু কার্যক্রমে নেই। তার কারণ হচ্ছে— জোটের প্রধান
নিয়ামকশক্তি যারা, তারা যদি জোটকে সক্রিয় করতে না চায়, তাহলে অন্য দলগুলোর
কিছু করার থাকে না। এ কারণে বড় দলগুলো যখন সক্রিয় হবে, জোটগুলোও তখন সক্রিয়
হবে।’
২০ দলীয় জোটের শরিকদের মধ্যেও বিএনপিকে নিয়ে সমালোচনা
আছে। সংসদে যোগ দেওয়ার ঘটনায় এরইমধ্যে জোট ছেড়েছেন বিজেপি চেয়ারম্যান
আন্দালিভ রহমান পার্থ।
জোটের সাবেক এক নেতা মনে করেন, ‘খালেদা জিয়ার মুক্তির
বিষয়টি সরকারের স্ট্র্যাটেজিক ব্যাপার। সরকার যদি মনে করে তাকে এখন ছেড়ে
দিয়ে পরে আবার কোর্টের পথে রাখবে, সেটি হতে পারে। আবার যদি মনে করে, এখন
ছেড়ে দেবে, পরে নির্বাচনের সময় আবার ধরে নিয়ে যাবে; এই বাস্তবতায় বিএনপির
করণীয় কিছু নেই।’
বি চৌধুরীর জোট প্রেস রিলিজে!
গত বছরের ১৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রাই শুরু
হয়েছিল বিভক্তি দিয়ে। জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে না এসে
বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, ‘বিএনপিকে
এককভাবে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নেই বিকল্প ধারা।’
পরে এই বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ক্ষমতাসীন
আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনি ঐক্য করে। তার ছেলে মাহী বি চৌধুরী এখন
দলটির দুজন এমপির একজন।
২০১৭ সালের ৪ ডিসেম্বর আ স ম আবদুর রবের বাসায় বি চৌধুরীকে চেয়ারম্যান করে ঘোষণা হয়েছিল যুক্তফ্রন্টের।
ওই
সময় যুক্তফ্রন্টে জেএসডি, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ থাকলেও পরে
তারা এ জোট ছেড়ে আসেন। এরপর ২০১৮ সালে কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার
সঙ্গে যুক্তফ্রন্টের জোট গঠনের প্রক্রিয়ার মধ্যেই বিএনপি যুক্ত হয়। পরে
কামাল হোসেনসহ বাকি তিনটি দলের মধ্যে দুটোকে যুক্ত করে গঠন হয় ঐক্যফ্রন্ট।
এরপর বি চৌধুরীর যুক্তফ্রন্টে যোগ দেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল
রহমান গাণিসহ আরও কয়েকটি ছোট নাম না জানা দলের নেতারা। এই দলগুলো হচ্ছে—
বিএলডিপি, এনডিপি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনদল, বাংলাদেশ মাইনরিটি
ইউনাইটেড ফ্রন্ট ও লেবার পার্টি একাংশ।
যুক্তফ্রন্টের ঘরোয়া প্রোগ্রাম হয় মাঝে মাঝে। বি
চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস রিলিজ দিয়ে
অনুষ্ঠানের খবর পাঠানো হয় গণমাধ্যমে। যুক্তফ্রন্ট গঠনে অন্যতম উদ্যোক্তা
মাহী বি চৌধুরীও এখন আর ফ্রন্টের মিটিংয়ে অংশগ্রহণ করেন না। এছাড়া,
ফ্রন্টের অভ্যন্তরে নীতি বিষয়ক সমস্যা আছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেট
প্রক্রিয়ায় বি চৌধুরী স্বাগত জানালেও জেবেল রহমান তা প্রত্যাখ্যান করেন।
কিছু জোট হাওয়া
৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে ছয়টি রাজনৈতিক জোট গঠিত
হয়েছিল। এর মধ্যে মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ইসলামিক ডেমোক্রেটিক
অ্যালায়েন্স, নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয় জোট (বিএনএ) লাপাত্তা।
ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এর কো-চেয়ারম্যান এম এ আউয়াল এ
প্রতিবেদককে তাদের জোট দলে রূপান্তর হবে— এমন তথ্য দিলেও গত কয়েক মাসে এর
কোনও বাস্তবতা মেলেনি। এ ছাড়া, আয়কর আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেনের
নেতৃত্বে প্রগতিশীল জোট, শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে ন্যাশনাল
ডেমোক্রেটিক ফ্রন্ট, আলমগীর মজুমদারের নেতৃত্বে গণতান্ত্রিক জোটগুলোর কোনও
কার্যক্রম নেই।
জাতীয়
পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট এখন নেই। জোটের সমন্বয়ক সুনীল
শুভরায় এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের জোট হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে।
এখন নির্বাচন নেই, তাই জোটও নেই। তবে নতুনভাবে শুরু করবো কিনা, এ নিয়ে দল
কোনও সিদ্ধান্ত নেয়নি।’
২০১৭ সালে ২০ সেপ্টেম্বর জনৈক মিঠুন চৌধুরীর নেতৃত্বে
বাংলাদেশ জনতা পার্টি—বিজেপি গঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান
আদিবাসী পার্টি ও সমমনা অর্ধ-শতাধিক সংগঠনের উদ্যোগে বিজেপি গঠনের ঘোষণা
দেওয়া হয়। পরে ওই বছরের অক্টোবরের শেষ দিকে রহস্যজনকভাবে নিখোঁজ হন মিঠুন
চৌধুরী। নিখোঁজ হওয়ার ১৮ দিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫৪ ধারায়
গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় দলটির সভাপতি মিঠুন চৌধুরী ও যুব শাখার
প্রধান অজিত কুমার দাসকে। এই জোটের কোনও কার্যক্রম নেই।
ব্যতিক্রম বাম গণতান্ত্রিক জোট
বাম দলগুলোর আরও দুটি জোট রয়েছে। সিপিবি-বাসদ ও
গণতান্ত্রিক বাম মোর্চা মিলে গঠন করা হয়েছে বাম গণতান্ত্রিক জোট। এই জোটের
দুটি উপজোট রয়েছে। সেগুলো হলো— সিপিবি-বাসদ ও বাম মোর্চা। বাম মোর্চার
শরিক সংগঠনগুলো হলো— বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী
পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, গণসংহতি আন্দোলন,
বাসদ (মার্ক্সবাদী)।
জাতীয়
মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশে সমাজতান্ত্রিক আন্দোলন—এই তিন
দল নিয়ে গঠিত হয়েছে জাতীয় মুক্তি জোট। এই জোটের নেতৃত্বে রয়েছেন বদরুদ্দীন
উমর।
বাম গণতান্ত্রিক জোট গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ
সরকারের আমলে প্রথমবারের মতো ৭ জুলাই দেশব্যাপী আধাবেলা হরতাল পালন করে। এ
ছাড়া, নিয়মিতভাবে রাজপথে সক্রিয় থাকে এ জোট।
বামমোর্চা ও গণতান্ত্রিক বাম জোটের অন্যতম নেতা,
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বামপন্থীদের
নানা সমস্যার মধ্যেদিয়ে যেতে হয়। শাসকশ্রেণির বাধা, লুটপাটের রাজনীতি,
স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাম আন্দোলন বিকাশের প্রধান বাধা। এরপরও জনগণের
কাছে বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর জন্য বামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে ধীরে
ধীরে।’
No comments