‘ভবিষ্যৎ বলা গরু’ নিয়ে ফেসবুকে প্রিয়াঙ্কার স্বামী
কংগ্রেস
নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র বলেছেন, বৈচিত্র্য এবং
বহুমুখি বৈশিষ্ট্যের জন্যই তিনি ভারতকে ভালোবাসেন। আর এই বৈচিত্র্যের
প্রমাণ দিতে ফেসবুকে একটি গরুর ভিডিও তিনি পোস্ট করেছেন, যে কিনা ভবিষ্যৎ
বলতে পারে!
৫০ বছর বয়সী এই ব্যবসায়ী রোববার সকালে সামাজিক মাধ্যমটিতে দেয়া এক স্ট্যাটাসে বলেন, ‘আমি এই অসাধারণ দেশের অংশ হিসেবে বাঁচতে ভালোবাসি। আপনি রাস্তায় বের হলেই অনেক কিছু শিখতে পারবেন… মানুষকে সাহায্য করতে পারবেন, এবং তার বিনিময়ে কৃতজ্ঞতা হিসেবে তাদের হাসি আর গোলাপ পাবেন… শুধু তাই নয়, চাইলে পবিত্র গরুর কাছ থেকে আপনার ভবিষ্যৎও জেনে নিতে পারবেন, সে মাথা নেড়ে কথার সঙ্গে সম্মতি জানাতে পারে।’
এই স্ট্যাটাসের সঙ্গেই রবার্ট একজন পুরোহিতের সঙ্গে দাঁড়ানো একটি গরুর কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে এক পর্যায়ে গাড়িতে বসে রবার্টকে বলতে শোনা যায়, ‘ও কি আমাকে সব বলে দিতে পারবে?’ জবাবে পুরোহিত বলেন, ‘হ্যাঁ। সে আপনাকে সব বলে আশির্বাদ করে দেবে। এখন পবিত্র শ্রাবণ মাস চলছে।’ এ সময় রবার্ট ভদ্র গরুটিকে কাছে ডেকে আদরও করে দেন।
ফেসবুকে ওই পোস্টে গরু এবং পুরোহিত ছাড়াও তিনি কয়েকটি শিশুর ছবিও দিয়েছেন। তারা তাকে ফুল দিচ্ছিল।
৫০ বছর বয়সী এই ব্যবসায়ী রোববার সকালে সামাজিক মাধ্যমটিতে দেয়া এক স্ট্যাটাসে বলেন, ‘আমি এই অসাধারণ দেশের অংশ হিসেবে বাঁচতে ভালোবাসি। আপনি রাস্তায় বের হলেই অনেক কিছু শিখতে পারবেন… মানুষকে সাহায্য করতে পারবেন, এবং তার বিনিময়ে কৃতজ্ঞতা হিসেবে তাদের হাসি আর গোলাপ পাবেন… শুধু তাই নয়, চাইলে পবিত্র গরুর কাছ থেকে আপনার ভবিষ্যৎও জেনে নিতে পারবেন, সে মাথা নেড়ে কথার সঙ্গে সম্মতি জানাতে পারে।’
এই স্ট্যাটাসের সঙ্গেই রবার্ট একজন পুরোহিতের সঙ্গে দাঁড়ানো একটি গরুর কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে এক পর্যায়ে গাড়িতে বসে রবার্টকে বলতে শোনা যায়, ‘ও কি আমাকে সব বলে দিতে পারবে?’ জবাবে পুরোহিত বলেন, ‘হ্যাঁ। সে আপনাকে সব বলে আশির্বাদ করে দেবে। এখন পবিত্র শ্রাবণ মাস চলছে।’ এ সময় রবার্ট ভদ্র গরুটিকে কাছে ডেকে আদরও করে দেন।
ফেসবুকে ওই পোস্টে গরু এবং পুরোহিত ছাড়াও তিনি কয়েকটি শিশুর ছবিও দিয়েছেন। তারা তাকে ফুল দিচ্ছিল।
No comments