ইরানের শিশুরা যেভাবে রমজান পালন করে থাকে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিশুরা উৎসবমুখর পরিবেশে পবিত্র মাহে রমজান পালন করে থাকে। শিশুদের অনেকে এবারই প্রথম রোজা রেখেছে। তাদের আনন্দের যেন শেষ নেই। |
রোজার মাসে করণীয় সম্পর্কে ইরানে শিশুদের নানা রকম শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হয়। |
ইফতার তৈরি ও সাজিয়ে রাখা, কোনো মেহমান এলে তাকে ইফতার দেয়া, বাড়ির আশেপাশে প্রতিবেশী; এমনকি মসজিদে সমবেত মুসল্লীদের জন্য ইফতার পৌঁছানোর ক্ষেত্রে ইরানের শিশুরা ভূমিকা রাখে। |
তারা কুরআন তেলাওয়াত ও কুরআন বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। রেডিও-টেলিভিশনে শিশুদের অংশগ্রহণে নানা ধরনের অনুষ্ঠান হয়। |
শবে ক্বদরের দিনগুলোতে ইরানি শিশুরা মসজিদে সমবেত মুসল্লিতে মধ্যে পানি, খেজুর ও মিষ্টি বিতরণ করার দায়িত্ব পালন করে। |
এছাড়া, কুরআন বিতরণের কাজও তারা করে থাকে। রমজান মাসটিতে তারা মূলত সওয়াব ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করে। |
No comments