দৈনিক ৮ ঘণ্টা টিভি দেখেন ট্রাম্প!
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন আট ঘণ্টা টেলিভিশন দেখেন। দ্য
নিউইয়র্ক টাইমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের
একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে আলাপ করে পত্রিকাটি জানায়, সকাল ৫টা ৩০ মিনিট
থেকে টেলিভিশন দেখার মধ্য দিয়ে হোয়াইট হাউসের দৈনন্দিন কাজ শুরু করেন
ট্রাম্প। আর এটা শুরু হয় সিএনএন অনুষ্ঠান দেখার মধ্য দিয়ে। অথচ বিভিন্ন সময়
ট্রাম্প সিএনএনের কঠোর সমালোচনা করেছেন। এরপরই প্রেসিডেন্ট ফক্স টেলিভিশন
চ্যানেলের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ দেখেন। ফক্স টেলিভিশনের সিন হ্যানিটি,
লরা ইনগ্রাহাম ও জেনিন পিরোর উপস্থাপনার অনুষ্ঠানগুলোও রয়েছে প্রেসিডেন্টের
পছন্দের তালিকায়।
No comments