১০০ জোট হতে পারে তাতে আমার কী
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে
স্বীকৃতি দেয়ার প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জাতীয়
পার্টি। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ
রোববার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা
ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করি। ডোনাল্ড ট্রাম্পের এ
সিদ্ধান্তে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের
বিশেষ অধিবেশন বসেছে। আমরাও গোটা বিশ্বের সঙ্গে একাত্মতা ঘোষণা করে
অবিলম্বে জেরুজালেমকে ইসরাইলের দখলমুক্ত করার আহ্বান জানাচ্ছি।’ রাজধানীর
গুলশানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট আয়োজিত সংবাদ
সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন। রংপুর সিটি কর্পোরেশন
নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী
করতে পারি না। তারপরও রংপুরে আমাদের দলের, প্রার্থীর যে অবস্থান, তাতে আমরা
জিতব।’ এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা
নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর এ
ব্যাপারে কথা বলব।’ বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি,
কৃষক শ্রমিক জনতা লীগ এবং নাগরিক ঐক্য- এ চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত
‘যুক্তফ্রন্ট’ নামের নতুন জোট প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ সম্মেলনে এরশাদ
বলেন, ‘১০০ জোট হতে পারে, তাতে আমার কী?’ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে
বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় নিজের ভাতিজা এইচএম আসিফ
শাহরিয়ারকে জাতীয় পার্টি থকে বহিষ্কার করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ বিষয়ে
নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। এরশাদ বলেন, ‘সে আমারই আপন ভাতিজা।
তাকে বহিষ্কার করার একটাই কারণ। সে দলের সিদ্ধান্ত অমান্য করেছে। ভাই হোক
ভাতিজা হোক, যেই হোক না কেন, আমার কাছে দল বড়।’ আসিফ এরশাদের ছোটভাই
মোজাম্মেল হোসেন লালুর ছেলে।
উল্লেখ্য, রসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগেই
জাতীয় পার্টির রংপুর শাখার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলের মনোনয়ন
দেন এরশাদ। তার সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচএম আসিফ শাহরিয়ার। এ কারণে জাতীয়
পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদবি থেকে তাকে বহিষ্কার করা হয়।
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া সম্পর্কে তিনি বলেন,
‘আমরা এ ঘৃণ্য ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘোষণা জাতিসংঘের
সিদ্ধান্তেরও পরিপন্থী। ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বিতারিত করে ইসরাইল নামের এ
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ইহুদিরা আরবীয়
ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর নির্মম নির্যাতন-অত্যাচার ও দখলদারিত্ব শুরু
করেছে এবং এখনও তা চলমান আছে। দিন দিন তাদের অত্যাচারের মাত্রা বেড়েই
চলছে।’ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম
সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন
আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান,
এসএম ফয়সল চিশতী, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, মীর আবদুস সবুর
আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম
ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জোটের নেতাদের মধ্যে ইসলামিক
ফ্রন্টের নেতা আবদুল মতিন, বিএনএফের সেকান্দার আলী প্রমুখ নেতারা সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন।
No comments