আপিলেও ফের তদন্তের আবেদন খারিজ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থের উৎস নিয়ে পুনঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশিদ আলম খান এর আগে গত মার্চ মাসে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেছিল। পরে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন।
আপিল বিভাগও আজ খালেদা জিয়ার আবেদন খারিজ করেছেন। এতিমদের জন্য দেশের বাইরে থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। ওই মামলার অর্থের উৎস সম্পর্কিত অংশ পুনঃতদন্তের জন্য আবেদন করা হয়েছিল। আইনজীবী জাকির হোসেন জানান, মামলার অভিযোগে বলা হয়, এ অর্থ সৌদি আরব থেকে এসেছে; কিন্তু প্রকৃতপক্ষে কুয়েতের আমির এ অর্থ দিয়েছেন। জিয়াউর রহমানের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তার নামে একটি ট্রাস্ট করতে তিনি এ টাকা দেন। এ টাকা খালেদা জিয়া আত্মসাৎ করেননি। তা লাভসহ ব্যাংকে রয়েছে।
No comments