যশোরে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
যশোরের মণিরামপুরে দুর্বত্তদের হামলায় আহত ব্যবসায়ী পরিমল পালের (৪৫) মৃত্যু হয়েছে। এসময় দুর্বৃত্তরা ব্যাগভর্তি টাকা ছিনতাই করে নিয়ে যায়। শনিবার রাত ১১টার দিকে মণিরামপুরের দোলখোলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী পরিমল পাল দোলখোলা এলাকার মহাদেব চন্দ্র পালের ছেলে। স্থানীয়রা জানান, মণিরামপুরের কুলটিয়া মোড়ের মেসার্স পাল ব্রাদার্সের সত্ত্বাধিকারী তিন ভাই রতন পাল, কার্তিক পাল ও পরিমল পাল প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসে করে ব্যাগভর্তি টাকা নিয়ে তারা বাড়ির সামনে দোলখোলা মোড়ে পৌঁছান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। টাকার ব্যাগ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা পরিমল পালকে কুপিয়ে জখম করে। এরপর দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে বোমা ফাটিয়ে চলে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পরিমলকে আহত অবস্থায় প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। যশোরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় ওই মোড়ের নৈশপ্রহরী আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, ঘটনাস্থল দুটি সিসি ক্যামেরার আওতায় থাকায় দুর্বৃত্তদের আটক করা সম্ভব হবে। তিনি আরও জানান, দুর্বৃত্তরা হামলা চালিয়ে টাকার ব্যাগ লুট করে নিয়ে যায়। কিন্তু হামলায় আহত পরিমল পালের অবস্থা ততটা গুরুতর ছিল না। যশোর হাসপাতালে নেয়ার পরও তাদের সঙ্গে কথা হয়েছে। রক্ত দেয়ার পর তার মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, হামলার ঘটনায় পুলিশ নৈশপ্রহরী আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হামলাকারীরা তার সঙ্গে গল্প করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
No comments