মিয়ানমারে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের মাউংতাওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্প্রতি অঞ্চলটিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় বেশ কয়েকজন নিহত এবং নতুন হামলার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে এ সতর্কতাবস্থায় রাখা হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। গত দুই সপ্তাহে গোলযোগপূর্ণ অঞ্চলটিতে ছয় বেসামরিক লোককে হত্যা ও দুইজন নিখোঁজ বা অপহৃত হয়েছে। খবর সিনহুয়া’র। নতুন করে শুরু হওয়া এই সহিংস ঘটনায় আতঙ্কিত হয়ে প্রায় ২শ’ বৌদ্ধ রাখাইন গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এর ফলে মাউংতাওয়ের গ্রামগুলোর কাছে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাখাইন রাজ্যের নিরাপত্তা ও সীমান্ত সম্পর্কিত মন্ত্রী কর্ণেল তেই লিন নিরাপত্তার জন্য জনগণের সহযোগিতা চেয়েছেন। উদ্ভুত জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
No comments