সন্দ্বীপে ট্রলারডুবি : ৪ লাশ উদ্ধার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটে যাত্রীবাহী ট্রলারডুবির পর এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, পড়দা জল দাশ, সালাউদ্দিন, সচিন্দ্র জল দাশ, হাজী রুহুল আমিন। এদের সবার বাড়ী সন্দ্বীপে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রলারডুবির পর মধ্যরাতে ঘটনাস্থলের আশপাশ থেকে এদের লাশ উদ্ধার করা হয়। এরপর স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নারী শিশু স্কুল শিক্ষক ও একজন প্রকৌশলী রয়েছেন বলে পুলিশ জানায়।
No comments