উ.কোরিয়াকে একাই শায়েস্তা করবেন ট্রাম্প
চীনের সহায়তা ছাড়াই উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। ট্রাম্প বলেন, 'চীন সহায়তা না করলেও আমরা উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যার সমাধান করবই।' আর এ সিদ্ধান্ত বাস্তবায়নে ট্রাম্প একাই সফল হতে পারবেন বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, 'উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব রয়েছে। তাই দেশটির পারমাণবিক হুমকি এবং এ থেকে উৎসারিত সমস্যা সমাধানে চীনের সহায়তা করা উচিৎ। চীন সহায়তা করলে ভালো। নয়তো সমস্যা সমাধান করতে গেলে কারও জন্যই মঙ্গল হবে না।'
শি জিনপিংয়ের সঙ্গে প্রথম সাক্ষাতের ঠিক আগ মুহূর্তে ট্রাম্পের এ ধরনের ঘোষণা চীনের ওপর বাড়তি চাপ প্রয়োগের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। দুই নেতার প্রথম সাক্ষাতে উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল পরীক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এই সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিস্তারে দেশটি যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণে সক্ষমতা অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ভয় থেকেই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র।
No comments