সিডিএ চেয়ারম্যানের পুনঃনিয়োগ কেন অবৈধ নয় : হাইকোর্ট
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের পুনঃনিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
জনপ্রশাসন সচিব, পূর্ত মন্ত্রণালয়ের সচিব ও চেয়ারম্যান আবদুচ ছালামকে এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার চট্টগ্রামের বাসিন্দা আবু সাইদ বাদী হয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। আইনজীবী সাকিব মাহবুব বলেন, ২০০৯ সালে চেয়ারম্যান আবদুচ ছালামের চাকরির মেয়াদ শেষ হয়। এরপর চারবার তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২২ এপ্রিল আবদুচ ছালামকে আবারো নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়।
No comments