উত্তরপ্রদেশ পাকিস্তান হয়ে যেত!
ভারতের ‘উত্তরপ্রদেশ আর একটা পাকিস্তান হয়ে যেতে পারত। যোগীই বাঁচিয়েছেন।’ দাবি হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রাচীর। বিধানসভা ভোটে রাম মন্দির ও গো রক্ষাকে হাতিয়ার করে উত্তরপ্রদেশে সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ। সেই প্রেক্ষাপটেই এমন মন্তব্য করেছেন তিনি। সম্ভলের এক সভায় বলেছেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে জনগণকে স্বস্তি দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছেন।
রাজ্যটা আর একটা পাকিস্তান হয়ে যেতে বসেছিল। উনি এসে বাঁচিয়ে দিলেন।’ মার্চ মাসে বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল সমাজবাদী পার্টি। তাদেরও একহাত নিয়েছেন সাধ্বী। তার দাবি, ক্ষমতায় এসেই কাজ শুরু করে দিয়েছে যোগী সরকার। খুব শিগগির আগের সরকারের আসল ছবিটা প্রকাশ পাবে। দুশ্চিন্তায় ঘুম উড়ে গিয়েছে সপা নেতৃত্বের।
No comments