ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলবে : বিচারক
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলা অব্যাহত রাখার পক্ষে রায় দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রচার সমাবেশে সহিংসতার জন্য সমর্থকদের উসকানি দিয়েছেন ট্রাম্প। তিন বিক্ষোভকারীর করা ওই মামলা থেকে ট্রাম্পকে অব্যাহতি দেয়ার জোর চেষ্টা চালাচ্ছেন তার আইনজীবী। ২০১৬ সালের ১ মার্চ কেন্টাকির লুইসভিলে এক সমাবেশে ট্রাম্পের সমর্থকরা ওই মামলাকারীদের ওপর চড়াও হয়ে তাদের আহত করেন। শুক্রবার লুইসভিলের বিচারক ডেভিড জে হালে ট্রাম্পের বিরুদ্ধে এ মামলা চালিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের। মামলাকারীদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। তারা হলেন কাশিয়া নাওয়ানগুমা, মলি শাহ এবং হেনরি ব্রোশিউ। তাদের অভিযোগ, ট্রাম্পের সমর্থক ম্যাথিউ হেইমবাস, আলভিন বামবেরজার এবং অজ্ঞাতনামা একজন তাদের ওপর শারীরিক আক্রমণ করেন। আরও অভিযোগ করেন, ‘এসব সমর্থকদের উসকানি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের সমর্থকরা আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন এবং ঘুষি দিয়েছিলেন।’ ওই সময়ে এ সহিংসতার ভিডিও সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পায়।
ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি ইঙ্গিত দিয়ে বলছেন, ‘তাদের বের করে দাও’। বিচারক ডেভিড জে হালে বলেন, ট্রাম্প, তার প্রচার শিবির এবং তিন সমর্থকের বিরুদ্ধে এ মামলা অব্যাহত থাকবে। তার এ রায়ের পক্ষে বহু যুক্তিও উপস্থাপন করেছেন হালে। তিনি বলেন, এ হামলায় বিক্ষোভকারীরা আহত হয়েছিলেন। সুপ্রিমকোর্ট এর আগে এক রায়ে বলেছে, বাক স্বাধীনতার নামে সহিংসতায় উসকানি দেয়া যাবে না। হালে আরও বলেন, এটি বিশ্বাসযোগ্য যে ট্রাম্পের ‘তাদের বের করে দাও’ চিৎকার সংঘাতকে উসকে দেয়ার শামিল। এটি একটি আদেশ এবং নির্দেশ। মামলার নথিতে বলা হয়েছে, অভিযুক্ত আলভিন বামবেরজার পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। স্বীকারোক্তিতে তিনি বলেন, ট্রাম্পের উসকানিতে উত্তেজিত হয়ে একজন তরুণীকে ঘুষি দিয়েছিলেন। ট্রাম্প সে সময় বারবার বলছিলেন, তাদের বের করে দাও। আরেক অভিযুক্ত হেইমবাস এ মামলার বিষয়টি এড়িয়ে গেছেন।
No comments