হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেল বুর্জ খলিফা
হঠাৎ করে রোববার বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ‘বুর্জ আল খলিফা’ ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে সবাই ভেবেছিল, ভনটিতে আগুন লেগেছে। এতে আতংক ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, পার্শ্ববর্তী একটি ভবনে লাগা আগুনের ধোঁয়া বুর্জ খলিফাকে ঢেকে ফেলে। তবে দুবাই ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর খালিজ টাইম, আরব নিউজের। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভেতরে আটকে পড়া তিন নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সহকর্মীদের কাছে বুঝিয়ে দেয় দমকল বাহিনী।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। ৬০তলা ওই নির্মানাধীণ ভবনের নাম ‘ফাউন্টেন ভিউ’। নগরীর দুবাই মলের পাশেই অবস্থিত ওই ভবটির একটু দূরেই বুর্জ-আল খলিফা ভবন। অগ্নিকাণ্ডের সময় পুরো আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভবনের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়। দুবাই সিভিল ডিফেন্সের পরিচালক মেজর জেনারেল রশিদ থানি আল মাতরৌশি জানান, দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
No comments