ঐক্যবদ্ধ আ'লীগকে হারানো অসম্ভব: শামীম
ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। সোমবার সকালে ধানমণ্ডিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন। এনামুল হক শামীম বলেন, আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। নিজেদের মধ্যে অন্যৈকের কারণে ফলাফল কেমন হয়, তা কুমিল্লা সিটিতে প্রমাণিত হয়েছে।
তিনি ব্যক্তি স্বার্থ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মো. শাহজাহান আলম সাজু, কামরুল ইসলাম আনসারি, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান আমির হোসেন, জেলা পরিষদ সদস্য কবির হোসেন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মজিবুর রহমান, বন্দর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, তালশহর ইউপি চেয়ারম্যান বাদল সাদিক, ঢাকাস্থ আশুগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাউদ্দীন বাহার, চেয়ারম্যান আবু শ্যাম প্রমুখ।
No comments