দুই গ্রামের আধা কিলোমিটারজুড়ে ফাটল
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া খনি পার্শ্ববর্তী বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ভূমিতে এক সপ্তাহ আগে থেকে ফাটল দেখা দিয়েছে। প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ও এক ফুট প্রস্থ এ ফাটলের ফলে গ্রাম দুটিতে আতঙ্ক দেখা দিয়েছে। গত তিন দিন বৃষ্টিতে ফাটলের গভীরতা ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকের পাকা বাড়ি ভেঙে পড়েছে। ফাটলের কারণে শুকিয়ে গেছে পুকুরের পানি। তার পরও ঝুঁকির মধ্যে বসবাস করছে ওই গ্রাম দুটির অন্তত ৩০০ পরিবার। নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ মানুষ। দুর্ঘটনার আশঙ্কায় শিশুদের নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে। আতঙ্কের মধ্যেই সরকারের কাছে অধিক ক্ষতি পূরণের আশায় সেখানে বিভিন্ন স্থাপনা, বসতবাড়ি ও গুদামঘর নির্মাণ করছে একদল সুযোগ সন্ধানী মানুষ। খনি কর্তৃপক্ষ দ্রুত ওই সব জায়গা অধিগ্রহণ ও ক্ষতিপূরণ না দিলে একদিকে যেমন প্রাণহানি ঘটবে, অন্যদিকে অবকাঠামো খাতে অধিক টাকা গুনতে হবে সরকারকে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে খনি কর্র্তৃপক্ষ। এরই মধ্যে কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। গত শনিবার বিকালে আট দফা দাবিতে বড়পুকুরিয়া বাজারে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জীবন ও পরিবার সম্পদ রক্ষা কমিটি। কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবীব উদ্দীন বলেন, দুই গ্রামে ফাটল দেখা দেয়ায় সার্ভে কাজ শুরু করা হয়েছে। এ জন্য জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
No comments