সৈয়দপুরে থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
নীলফামারীর সৈয়দপুর থেকে সকল প্রকার বাস চালাচল বন্ধ রয়েছে। ফলে বাস যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। মোটরযান আইনে জরিমানা ও শাস্তির বিধান রাখার প্রতিবাদে মোটর মালিক ও শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছে। রংপুর পরিবহন ফেডারেশন সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল জানান, সরকার মোটরযান আইনে পরিবহন শ্রমিকদের শাস্তি ও জরিমানার বিধান করার প্রতিবাদে শ্রমিকরা পরিবহন মালিকের কাছে চাবি দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন।
ফলে গত দু’দিন থেকে সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী লাইনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিবহন শ্রমিকরা জানান, ঘোষিত কালাকানুন বাতিল না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে এবং প্রয়োজনে শ্রমিকগণ ইজিবাইক বা রিকশা চালাবেন বলে জানিয়েছেন।
No comments