আবার সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
পাঁচ বছর আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা্কাণ্ডের পর বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিল সাংবাদিক সংগঠনগুলো । ধারাবাহিক নানা কর্মসূচির পর একপর্যায়ে সেই আন্দোলন স্তিমিত হয়ে আসে। আটকে যায় মামলার তদন্তের গতিও। এই প্রেক্ষাপটে সাগর-রুনি হত্যার পাঁচ বছর পূর্তিতে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বিচার দাবিতে সাংবাদিক সংগঠনগুলোকে আবার ঐক্যবদ্ধ আন্দোলনে নামা আহ্বান জানান। সমাবেশে সাংবাদিক নেতারা নিজেদের অনৈক্যের সমালোচনা করেন। তাঁরা বলেন, সব কটি সাংবাদিক সংগঠন একসঙ্গে আন্দোলনে নেমেও পরে ব্যক্তিগত লাভের জন্য কেউ কেউ সরে গেছে। গতকাল সমাবেশে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের সব কটি সংগঠন আবার যৌথ আন্দোলনের সিদ্ধান্ত নেয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সমাবেশ শেষে ২২ ফেব্রুয়ারি সাংবাদিকদের সব কটি সংগঠনের যৌথ সভা আহ্বান করেন।
সমাবেশে উপস্থিত সব কটি অংশের নেতারা ওই সভায় উপস্থিত হওয়ার ব্যাপারে একমত হন। সমাবেশে মেহেরুন রুনির ভাই নওশের রোমান বলেন, ‘আমরা বিচারের আশা ছেড়ে দিয়েছি। কিন্তু বিচার চেয়ে যাব। সাংবাদিকদের কাছে আমাদের চাওয়া, তাঁরা যেন আন্দোলনটা চালিয়ে যান।’ তিনি এই মামলার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দায়সারা বক্তব্যের সমালোচনা করেন। সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, বারবার তদন্তকারী সংস্থা বদলের পরও মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। তিনি বলেন, সাংবাদিকেরা একটি গণতদন্ত কমিশন গঠন করতে পারেন। নাসিমুন আরা হক মিনু বলেন, ভারতে জেসিকাকে খুন করেছিল প্রভাবশালীরা। এনডিটিভি দিনের পর দিন প্রতিবেদন প্রচার করে জনমত তৈরি করেছে। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে দেশের গণমাধ্যমকে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে যেতে হবে। সাগর সরওয়ারের সহকর্মী রেজোয়ানুল হক বলেন, ‘মাছরাঙা টেলিভিশন বিচারের দাবিতে টানা তিন বছর আন্দোলন করেছে। এখন হতাশ হয়ে পড়েছে। আমরা বুঝতে পারছি বিচার পাওয়া কঠিন। আমাদের কৌশল বদলাতে হবে।’ সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন আবদুল জলিল ভূঁইয়া, রুহুল আমিন গাজী, ওমর ফারুক, সৈয়দ আবদাল আহমেদ, মধুসূদন মণ্ডল, শাবান মাহমুদ, ইলিয়াস খান, সাজ্জাদ আলম প্রমুখ। প্রথম আলোর পাবনা অফিস জানায়, সাগর–রুনি হত্যার বিচার দাবিতে পাবনায় গতকাল সাংবাদিকেরা জেলা শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করেন। পাবনার টেলিভিশন সাংবাদিক সমিতি ও গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
No comments