সন্ত্রাসী তৎপরতার কারণে ১২৫০০০ টুইটার অ্যাকাউন্ট বন্ধ
সন্ত্রাসী তৎপরতা পরিচালনার অভিযোগে মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় সাইট টুইটারের ১ লাখ ২৫ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া বেশিরভাগ অ্যাকাউন্টই আইএসের সাথে সংশ্লিষ্ট। টুইটারের এক ব্লগে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়েছে, সোয়া লাখেরও বেশি অ্যাকাউন্ট থেকে সন্ত্রাসী হুমকি প্রদান ও সন্ত্রাসী তৎপরতা চালানোর রেকর্ড পেয়েছে টুইটার কর্তৃপক্ষ। আর এর প্রেক্ষিতেই গত বছরের মাঝামাঝি সময় থেকে এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটারের নীতিমালা সম্পর্কিত এক ব্লগে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘চরমপন্থী দলগুলোর নৃশংসতায় বিশ্বের সব মানুষের মতো আমরাও আতঙ্কিত। টুইটারকে ব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা চালানোর নিন্দা জানাই আমরা। টুইটারের নীতিমালায় এটা স্পষ্ট যে টুইটার ব্যবহার করে এই ধরনের তৎপরতা বা যেকোনো ধরনের সহিংসতা পরিচালনার কোনো নিয়ম নেই।’ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশকিছু দেশের সরকারই সাম্প্রতিক সময়ে এই বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। এসব মাধ্যম ব্যবহার করে যাতে জঙ্গি গোষ্ঠীগুলো কোনো সহিংসতার পরিকল্পনা না করতে পারে বা নিজেদের সদস্য নিয়োগ না করতে পারে, সে বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাষ্ট্র। টুইটারের বক্তব্য অনুযায়ী তাদের নীতিমালাতেই এই বিষয়গুলোর অনুমোদন নেই। তবে এসব কর্মকা- শনাক্তের সহজ রাস্তা নেই জানিয়ে টুইটার লিখেছে, ‘বিশেষজ্ঞ ও অন্যান্য কোম্পানি যেমন বলেছে, অনলাইনে সন্ত্রাসী তৎপরতা শনাক্তের জন্য কোনো ‘ম্যাজিক অ্যালগরিদম’ নেই। ফলে সীমিত তথ্য ও নির্দেশনার ভিত্তিতে কাজ করা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর জন্য একটি চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এই ক্ষেত্রে আমাদের নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করে যাব। একইসঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলোর সহায়তায় অনলাইনে সন্ত্রাসী তৎপরতা নির্মূলের টেকসই সমাধান বের করতেও কাজ করব।’ উল্লেখ্য, এর আগে গত বছরের মার্চে ফেসবুকও তাদের নীতিমালায় কিছু পরিবর্তন আনে, যাতে করে ফেসবুক ব্যবহার করে কেউ সন্ত্রাসী তৎপরতা পরিচালনা না করতে পারে।
No comments