টেকনাফ স্থলবন্দরে দ্বিগুণ রাজস্ব আয়
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্যসমাপ্ত জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণের বেশি রাজস্ব আদায় হয়েছে। আলোচ্য মাসে স্থলবন্দরটির রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ কোটি ১৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১২ কোটি ৯ লাখ টাকা। এতে প্রায় ৬ কোটি ৯৩ লাখ বেশি আদায় হয়েছে। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা নু চ প্রু চাকমা প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যবসায়ীরা মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে শুঁটকি, আচার ও কাঠ আমদানি করায় রাজস্ব আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
No comments